ভয়াবহ! দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ হাজার, লাফিয়ে বাড়ল মৃত্যু

ভয়াবহ! দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ হাজার, লাফিয়ে বাড়ল মৃত্যু

নয়াদিল্লি: ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। গত দুই সপ্তাহে এই নিয়ে অষ্টমবার। প্রসঙ্গত গতকালই দেশে দৈনিক সংক্রমণের হার রেকর্ড হারে বৃদ্ধি পেয়ে কুড়ি হাজারের গণ্ডি পার করেছিল। শুক্রবার সেটা আরো লাগামছাড়া হারে বৃদ্ধি পেয়ে পৌঁছল ২২ হাজারের কাছাকাছি। কেন্দ্রের হিসাব অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৮৮০ জন। সাম্প্রতিক কালে যা সর্বোচ্চ। জানা যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, বাংলার মতো একাধিক রাজ্যে। এই সমস্ত রাজ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি পার করেছে।

তবে এদিন একা দৈনিক আক্রান্তের সংখ্যা নয়, বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। জানা যাচ্ছে গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন আরও ৬০ জন। একা কেরলেই মৃত্যু হয়েছে ২২ জনের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মৃতের সংখ্যাই ৪০-এর আশেপাশে ঘোরাফেরা করেছে। শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃতের সংখ্যার নিরিখে এদিনও প্রথম স্থানে অবস্থান দক্ষিণের রাজ্য কেরলের। এই রাজ্যে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬৬২ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ২২ জনের। অন্যদিকে বিগত কয়েক দিনের ধারা বজায় রেখে আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আমাদের রাজ্য বাংলা।

বাংলায় গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৮৬ জন, অন্যদিকে মৃত্যু হয়েছে ৬ জনের। এরপরেই অবস্থান মহারাষ্ট্রের। মহারাষ্ট্র গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৮৯ জন। অন্যদিকে এদিন মহারাষ্ট্রেও বাংলার মতোই ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে দৈনিক মৃত্যুতে এদিন নতুন রেকর্ড সৃষ্টি করেছে ছত্তিশগড়। এই রাজ্যে দৈনিক সংক্রমণ এখনও হাজারের নিচেই অবস্থান করছে। গত ২৪ ঘন্টায় ছত্রিশগড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০০ জন, তবে এদিন ছত্তিশগড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও নাগাল্যান্ড, মেঘালয়, মনিপুর, গোয়া, হিমাচল প্রদেশ, অসম, বিহার, গুজরাট, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক বলতে গেলে প্রায় সব রাজ্যই এদিন করোনায় মৃত্যু দেখেছে।

 অন্যদিকে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১২১৯ জন।  আগের থেকে বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার। সঙ্গে কমেছে অ্যাকটিভ কেস তথা সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রের হিসাব বলছে গত একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা আরও ৬০১ জন বৃদ্ধি পেয়েছে। ফলে এই মুহূর্তে দেশের মোট অ্যাকটিভ কেস তথা সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৪৮২তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *