মহামারীর আবহে এবছর কেমন হবে বর্ষা? সুখবর শোনাল মৌসম ভবন

করোনা নিয়ে নাকাল দেশ-দুনিয়া৷ এরই মাঝে স্বস্তির খবর দিয়ে দিল্লির মৌসম ভবন জানাল, চলতি বছর স্বাভাবিক ছন্দেই দেশে ঢুকবে বর্ষা৷

নয়াদিল্লি: করোনা নিয়ে নাকাল দেশ-দুনিয়া৷ এরই মাঝে স্বস্তির খবর দিয়ে দিল্লির মৌসম ভবন জানাল, চলতি বছর স্বাভাবিক ছন্দেই দেশে ঢুকবে বর্ষা৷

সময়সূচি মেনে জুনের প্রথম সপ্তাহেই বৃষ্টি নামবে দক্ষিণী রাজ্য কেরলে৷ পৃথিবী বিজ্ঞান‌ মন্ত্রকের সচিব মাধবন রাজীবন জানিয়েছেন, ‘‘এবছর আমরা একটি স্বাভাবিক বর্ষার মরশুম পাব। পরিমাণগত ভাবে দীর্ঘকালীন গড় হিসেবে ১০০ শতাংশ বৃষ্টির আশা করা হচ্ছে। খুব বেশি পার্থক্য হলে, তা ৫ শতাংশ বাড়তে বা কমতে পারে।''  তিনি আরও বলেন, চলতি বছর বর্ষা একেবারে নিয়ম মেনে ১ জুনেই কেরলে প্রবেশ করবে বলে পূর্বাভাস মিলেছে৷ গত বছর বর্ষা এসেছিল এক সপ্তাহ দেরিতে। ৮ জুন প্রথম কেরল উপকূলে দেখা গিয়েছিল মেঘের ঘনঘটা৷ 

রাজীবন জানিয়েছেন, চলতি বছর ১ জুন কেরলে ইনিংস শুরু করবে বর্ষা৷ এরপর চেন্নাইতে ৪ জুন, পাঞ্জিমে ৭ জুন, হায়দরাবাদে ৮ জুন, পুণেতে ১০ জুন এবং ১১ জুন মুম্বইয়ে ঢুকে পড়বে বর্ষা৷ মনে করা হচ্ছে, রাজধানী দিল্লিতে বৃষ্টি শুরু হবে ২৭ জুন থেকে৷ 

ভারতে সাধারণত জুন থেকে শুরু হয় বর্ষার মরশুম৷ চলে সেপ্টেম্বর মাস পর্যন্ত৷ সেপ্টেম্বরে বর্ষা পৌঁছয় রাজস্থানে৷ চার মাসের এই মরশুমে গড়ে ৮৯ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস৷ কৃষকদের কাছে এই বৃষ্টি আশীর্বাদ স্বরূপ৷ ভাল ফসল ফলানোর জন্য জুন থেকেই আকাশ পানে চেয়ে থাকেন কৃষকরা৷ বর্ষার মরশুম ভাল হলে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে৷ যা জিডিপিকেও প্রভাবিত করবে বলে মনে করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eight =