পাক-কাশ্মীরে চিনা সেনার নজরদারি! হাই অ্যালার্ট জারি কেন্দ্রের

পাক-কাশ্মীরে চিনা সেনার নজরদারি! হাই অ্যালার্ট জারি কেন্দ্রের

4a31c919d1fa698260eaddb56cd2049c

নয়াদিল্লি: চিনা সেনারা ভারতকে ঘিরে ফেলতে চাইছে। তার জন্য ভারতের প্রতিবেশী দেশগুলোর সাহায্য নিচ্ছে তারা। ইতিমধ্যে নেপালকে তারা হাতের মুঠোয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশকে তারা ক্রমাগত কর মকুবের প্রলোভন দেখাচ্ছে। অন্য দিকে পাকিস্তান তো চিনকে নিজেদের বন্ধু দেশ বলেই মনে করে। এবার পাক সীমান্তকে কাজে লাগাতে চাইছে চিন। পাকিস্তান অধিকৃত কাশ্মীর জুড়ে চিনা বায়ুসেনার আনাগোনা সন্দেহ বাড়ায় ভারতের। পাক অধিকৃত কাশ্মীরের অবতরণ করে চিনা বায়ুসেনার বিমান। তারপর থেকেই লাদাখে চিনা বায়ুসেনার নজরদারি বাড়ার ঘটনায় বিশেষ পাক যোগ খুঁজে পাচ্ছে নয়াদিল্লি।

সর্বভারতীয় সংবাদমাধ্যরম সূত্রে খবর, স্কার্দুতে চিনা সেনাবাহিনীর গতিবিধি ভারত পর্যবেক্ষণ করেছে৷ এরপরেই এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে। সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে। ভারতও এলাকায় বায়ু সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে শুরু করেছে বলে জানা গিয়েছে। সীমান্তে বায়ুসেনার যুদ্ধবিমানগুলিকে ওড়ানো হচ্ছে।

তবে আলোচনার পর থেকে লাদাখ সীমান্ত থেকে চিন সেনাকে সরে যেতে দেখা দিয়েছে। পাকিস্তানে চিন সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে বলে জানা গিয়েছে। করাচি বন্দরে চিনের ০৯৩-শ্যাং নিউক্লিয়ার সাবমেরিন। লাহোরে জে-১১ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এমনটাই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানকে সরাসরি লালফৌজের সমরঘাঁটিতে পরিণত করে ফেলেছে চিন। আর তা করে ভারতের বিরুদ্ধে একেবারে যুদ্ধের প্রস্তুতি চিনের সেনাবাহিনী।  অন্য দিকে স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে লাদাখ সীমান্তে চিন অবৈধ নির্মাণ জোর কদমে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাকিস্তানের মাটি থেকে যুদ্ধের প্রস্তুতি চিনের, সমরসজ্জা ভারতের

পাকিস্তানের মাটি থেকে যুদ্ধের প্রস্তুতি চিনের, সমরসজ্জা ভারতের

c98524fd7a3e78c26efdd4f36843c35a

নয়াদিল্লি: লাদাখ সীমান্ত সংঘাতের আবহে আরও ‘মাখামাখি’ বাড়িয়েছে পাকিস্তান-চিন৷ ভারতের উপর চাপ বাড়াতে পাকিস্তানকে ঢাল করে এবার নয়া ছক কষতে শুরু করেছে চিন৷ সূত্রের খবর, পাকিস্তানের মাটি ব্যবহার করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ছক রয়েছে চিনের৷ থেমে নেই ভারত৷ পাল্টা রণকৌশলও তৈরি করছে ভারত৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের উপর চাপ বাড়াতে করাচি বন্দরে চিনের নিউক্লিয়ার সাবমেরিন ও লাহোরে যুদ্ধবিমান প্রস্তুত করা হচ্ছে৷ ভারতের উপর চাপ বাড়াতে পাকিস্তানের মাটিতে সরাসরি লালফৌজের সমরঘাঁটি পরিণত করার কাজ চলছে৷ লাদাখের সীমান্ত সংঘাত মেটাতে আলোচনার টেবিলে শান্তির বার্তা দেওয়া হলেও গোরনে চিন চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে খবর৷ সেই কাজে হাত লাগিয়েছে চিনের বিশ্বস্ত সঙ্গী পাকিস্তান৷

সূত্রের খবর, গলওয়ান উপত্যকায় সেনা ও যুদ্ধ উপকরণ মজুতের প্ল্যান সাজাচ্ছে চিন৷ পাকিস্তানের মাটি ব্যবহার করে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর৷ ইতিমধ্যেই ভারত জানতে পেরেছে, পাকিস্তানের ৩টি বিমানবন্দরে চিন সেনার একাধিক ফাইটার জেট পাঠানো হয়েছে৷ চলছে সেনা আনানোর প্রক্রিয়া৷ করাচি বন্দর ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে চিন৷ ২০১৭ সাল থেকে চিন করাচি বন্দরে সাবমেরিন রেখে আসছে৷ সেই সাবমেরিনের সক্রিয়তা বেড়েছে বলেও তথ্য পেয়ে গিয়েছে ভারত৷

পাকিস্তানের মাটি ব্যবহার করে চিন ছক কষলেও বসে নেই ভারত৷ পাকিস্তানের মাটি চিন ব্যবহার করবে, তা জানা ছিল ভারতের৷ চিনের অতি আগ্রাসনের জবাব দিতে পাক সীমান্তের পাঠানকোট, আম্বালা, চণ্ডীগড়ের এয়ারফোর্স বেসে ফাইটার জেট প্রস্তুত রেখেছে ভারত৷ পাঞ্জাব, রাজস্থানের সীমান্তে বিপুল পরিমাণ সেনা সমাবেশ করা হয়েছে৷ সিকিম ও অরুণাচলেও সেনা বাড়াচ্ছে৷ সিকিম ও দার্জিলিং সীমান্তে বাড়চ্ছে নজরদারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *