আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

নয়াদিল্লি: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যার বিচার চেয়ে গত একমাস ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷ টানা কর্ম বিরতির জেরে সমস্যার পড়েছে…

RG Kar SC hearingSupreme Court orders d. octors to resume work

নয়াদিল্লি: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যার বিচার চেয়ে গত একমাস ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷ টানা কর্ম বিরতির জেরে সমস্যার পড়েছে রোগীরা৷ বুধবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময় রাজ্যের তরফে বলা হয়, “২৩ জনের মৃত্যু হয়েছে৷ ৬০০০ মানুষ ক্ষতিগ্রস্ত। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে নারাজ। অথচ গত শুনানিতেই আদালত তাঁদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল।’’ রাজ্যের তরফে আরও বলা হয়, পুলিশের অনুমতি ছাড়াই যে যেখানে সেখানে প্রতিবাদ জানানো হচ্ছে। ৪১ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এক জন পুলিশের চোখ নষ্ট হয়ে গিয়েছে।” (Supreme Court orders doctors to resume work)

 

কাজে না ফিরলে পদক্ষেপ?

 

আদালতের নির্দেশ, অবিলম্বে  তাঁরা যেন কাজে যোগ দেন৷ তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না৷ প্রধান বিচারপতি বলেন, ‘‘আন্দোলনরত ডাক্তারেরা কাজে যোগ না দিলে রাজ্য তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতেই পারে৷ সেক্ষেত্রে আমরা বাধা দিতে পারব না।” প্রধান বিচারপতি স্পষ্ট জানান, আগামিকালের মধ্যে ডাক্তারদের কাজে ফিরতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।

 

আরও পড়ুন-

কী অবস্থায় ছিল নির্যাতিতার দেহ?

 

 National: Junior doctors in India have been protesting for a month demanding justice for a murdered colleague. The Supreme Court has now ordered them to resume work, warning of consequences if they don’t comply. The strike has led to a severe shortage of medical staff, affecting patients.