বিশ্বের উষ্মতম শহরের তালিকায় ভারতের ১০ শহর

নয়াদিল্লি : বিশ্বের উষ্মতম ১৫টি শহরের তালিকায় এবার নাম লেখাল ভারতের ১০টি শহর৷ এরপরই রয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের ৫টি এলাকা সব থেকে গরমের তালিকায় ঢুকে পড়েছে৷ ভারত ও পাকিস্তান এই মুহূর্তে প্রবল তাপপ্রবাহের কবলে৷ রিপোর্ট বলছে, দিল্লি, লখনউ, জয়পুর, হায়দরাবাদ সব থেকে উষ্ণ৷ ঠান্ডা শহর বলে পরিচিত হলেও সিমলা থেকে নৈনিতাল ও শ্রীনগরেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে

বিশ্বের উষ্মতম শহরের তালিকায় ভারতের ১০ শহর

নয়াদিল্লি : বিশ্বের উষ্মতম ১৫টি শহরের তালিকায় এবার নাম লেখাল ভারতের ১০টি শহর৷ এরপরই রয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের ৫টি এলাকা সব থেকে গরমের তালিকায় ঢুকে পড়েছে৷ ভারত ও পাকিস্তান এই মুহূর্তে প্রবল তাপপ্রবাহের কবলে৷

রিপোর্ট বলছে, দিল্লি, লখনউ, জয়পুর, হায়দরাবাদ সব থেকে উষ্ণ৷ ঠান্ডা শহর বলে পরিচিত হলেও সিমলা থেকে নৈনিতাল ও শ্রীনগরেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি৷ এই তালিকায় এই স্থানগুলি তুলে ধরা হয়েছে৷

সরকারি তথ্য বলছে, ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত তাপপ্রবাহে দেশে মৃত্যু হয়েছে ২০৮১ জনের৷ ১৯০১ সালের পর থেকে ২০১৮ সাল দেশের সর্বোচ্চ তাপমাত্রার বছর হিসাবে চিহ্নিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =