দুর্নীতির নিরিখে ফের বিশ্ব সেরা ভারত!

নয়াদিল্লি: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আরও কিছুটা এগিয়ে এল ভারত৷বিশ্বে দুর্নীতির সূচকে ১৮০টি দেশের মধ্যে তিন ধাপ উঠে ভারত এখন ৭৮ নম্বরে৷ ২০১৭ সালে এই তালিকায় ভারতের স্থান ৮১ নম্বরে৷ ২০১৬-তে বছর ভারত ছিল ৭৯-তে৷ গত বছর ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিতে ভারত ছিল ৮১ নম্বরে৷ ট্রানপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, ভারতের কিছুটা পরেই রয়েছে চিন৷ তাদের ব়্যাঙ্ক এখন

দুর্নীতির নিরিখে ফের বিশ্ব সেরা ভারত!

নয়াদিল্লি: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আরও কিছুটা এগিয়ে এল ভারত৷বিশ্বে দুর্নীতির সূচকে ১৮০টি দেশের মধ্যে তিন ধাপ উঠে ভারত এখন ৭৮ নম্বরে৷ ২০১৭ সালে এই তালিকায় ভারতের স্থান ৮১ নম্বরে৷ ২০১৬-তে বছর ভারত ছিল ৭৯-তে৷ গত বছর ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিতে ভারত ছিল ৮১ নম্বরে৷

ট্রানপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, ভারতের কিছুটা পরেই রয়েছে চিন৷ তাদের ব়্যাঙ্ক এখন ৮৭৷ পাকিস্তান ১১৭ নম্বরে৷  ২০১৮ সালের পরিসংখ্যান পেশ করে এই তথ্য জানিয়েছে ট্রানপারেন্সি ইন্টারন্যাশনাল৷ দুর্নীতির ধারণার সূচকে অবশ্য বিশেষ হেরফের নেই৷

ট্রানপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট জানিয়েছে, ২০১১ সালে দুর্নীতির বিরুদ্ধে বিপুল বিক্ষোভের পরও জনলোকপাল বিল আনা হয়নি৷ দুর্নীতিবিরোধী আন্দোলনও শেষ হয়ে গিয়েছে৷ এই তালিকার উপরে রয়েছে ডেনমার্ক আর নিউজিল্যান্ড৷ একেবারে তলায় সোমালিয়া, সিরিয়া, দক্ষিণ সুদান৷ অন্যদিকে, চার পয়েন্ট নেমে আমেরিকা এখন ৭১ নম্বরে৷

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া৷ এর পরেই আছে সাউথ সুদান, সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন, সুদান, লিবিয়া, উত্তর কোরিয়া, গিনি-বিসাউ, ইকুয়েটোরিয়াল গিনি, ভেনেজুয়েলা ও ইরাক৷ আর দুর্নীতি সবচেয়ে কম নিউজিল্যান্ডে৷ এরপর আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, ক্যানাডা, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য৷ জার্মানি আছে ১২ নম্বরে৷

দুই-তৃতীয়াংশের বেশি দেশ ৫০-এর নিচে স্কোর করেছে৷ অর্থাৎ, বিশ্বের বেশিরভাগ মানুষ দুর্নীতিগ্রস্ত বলে বিবেচিত দেশে বাস করছে৷ মানে করা হচ্ছে, ছয় বিলিয়নের বেশি মানুষ দুর্নীতিগ্রস্ত দেশে আছে৷ সূচক প্রকাশ অনুষ্ঠানে দেওয়া পুস্তিকায় এই কথাটি লেখা ছিল বলে জানিয়েছে জার্মান সংস্থা ডিপিএ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =