;চিনা দূষণের কুফল ভোগ করছে ভারত, কীভাবে জানেন?

নয়াদিল্লি: আশঙ্কাজনক হারে বেড়েছে বিদেশ থেকে প্লাস্টিক বর্জ্য আমদানি। চিন থেকেও চলছে আমদানি। বিশেষ করে জলের বোতল থেকে বিভিন্ন গৃহস্থালী জিনিস। সোজা কথায় অন্য দেশের দূষণের কুফল ভোগ করছে ভারতবর্ষ। আইনের ফাঁকফোকর দিয়ে দিব্যি চলছে আমদানি ব্যবসা। বিশেষ করে ২০১৭ থেকে ২০১৮ সালে এই আমদানি বেড়েছে চারগুণ। পরিবেশবিদদের একটি সংগঠন ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মৃতিমঞ্চে’র বক্তব্য

248fab2afcb8f28d33df74581e379b85

;চিনা দূষণের কুফল ভোগ করছে ভারত, কীভাবে জানেন?

নয়াদিল্লি: আশঙ্কাজনক হারে বেড়েছে বিদেশ থেকে প্লাস্টিক বর্জ্য আমদানি। চিন থেকেও চলছে আমদানি। বিশেষ করে জলের বোতল থেকে বিভিন্ন গৃহস্থালী জিনিস। সোজা কথায় অন্য দেশের দূষণের কুফল ভোগ করছে ভারতবর্ষ। আইনের ফাঁকফোকর দিয়ে দিব্যি চলছে আমদানি ব্যবসা।

বিশেষ করে ২০১৭ থেকে ২০১৮ সালে এই আমদানি বেড়েছে চারগুণ। পরিবেশবিদদের একটি সংগঠন ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মৃতিমঞ্চে’র বক্তব্য চিন, ইটালী, জাপান, মালয় প্বঋতি দেশ থেকে আশঙ্কাজনক ভাবে বেড়েছে আমদানি। কিন্তু উপযুক্ত পুনর্ব্যবহারযোগ্য করা ব্যবস্থা না থাকায় পরিস্থিত ভয়াবহ দিকে রূপ নিচ্ছে। একদিকে, সরকার বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ করতে চাইছে। অবার, অন্যদিকে চলছে হাজার হাজার টন আমদানি। ১৬-১৭ সালে আমদানি হয়েছিল প্রায় ৩৬ হাজার টন। ১৭-১৮তে সেটা বেড়ে হয়েছএ ৪৮ হাজার টন। ১৮-১৯ সালের পুরো হিসেব জানা যায়নি।

কিন্তু প্রথম তিন মাসের রিপোর্ট উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট। প্রায় ২৫ হাজার টন। ২০১৫ সালে একবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আমদানিতে। কিন্তু ২০১৬ সালে আবার সেটা কিছুটা শিথিল করা হয়। কিছু এজেন্সিকে শর্ত স্বাপেক্ষে আমদানির অনুমতি দেওয়া হয়। ব্যস, সেই ফাঁক গলেই ফের জাকিয়ে বসে প্লাস্টিক বর্জ্য আমদানি ব্যবসা। এখনও সচেতন না হলে, যার পরিণতি হতে চলেছে ভয়ঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *