চিনের ‘অজানা’ নিউমোনিয়া নিয়ে চিন্তিত নয় ভারত, যা বলছে WHO

চিনের ‘অজানা’ নিউমোনিয়া নিয়ে চিন্তিত নয় ভারত, যা বলছে WHO

india

নয়াদিল্লি: অজানা নিউমোনিয়ায় কাবু গোটা চিন৷ করোনা ভাইরাসের আতঙ্ক যেন আবার যেন ফিরে এসেছে। আর সেখানের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এই ইস্যুতে মুখ খুলল ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, তারা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। যদিও তাঁদের মতে, চিন থেকে এই রোগ ভারতে ছড়ানোর সম্ভাবনা আপাতত কম। কিন্তু সরকার সতর্ক বলেই উল্লেখ করা হয়েছে। 

চিনে ছড়িয়ে পড়া এই নিউমোনিয়ার মূল উপসর্গ হল জ্বর ও শ্বাসকষ্ট। এক্ষেত্রে সর্দি বা কাশি থাকছে না৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, এই মুহূর্তে চিনের অবস্থা সেই করোনাকালের প্রথম দিকের মতো। পরিস্থিতি হাতের বাইরে যায়নি ঠিকই, তবে যেতে বেশি সময়ও লাগবে না। তাই স্বাভাবিকভাবে ভারতের জন্য আশঙ্কা বাড়ছে। কিন্তু নয়াদিল্লি সাফ জানিয়েছে, এই মুহূর্তে দেশের শিশুদের মধ্যে কোনও রকম অস্বাভাবিক কোনও লক্ষণের খবর আসেনি। তারা সুস্থ আছে। যদিও বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 

বেজিং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে, এই নিউমোনিয়া নিয়ে ভয়ের কিছু নেই। এটি কোনও নভেল ভাইরাসের মাধ্যমে ছড়ায়নি। সাধারণ জীবাণুর প্রকোপেই শিশুরা আক্রান্ত হচ্ছে। এদিকে ‘হু’ নিজেও দাবি করেছে, এই রোগের এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা কম। এতে মৃত্যুর হারও কম।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =