'প্রেসিডেন্ট অফ ভারত', জি২০-র আমন্ত্রণপত্র অন্য ইঙ্গিত দিচ্ছে

নয়াদিল্লি: চলতি মাসেই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদে। কী কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে জল্পনা এখনও বহাল। কেউ কেউ ভাবছেন, লোকসভা ভোট হয়তো এগিয়ে আসছে। কিন্তু তাছাড়া অন্য কী হতে পারে, সেটা কারোর কাছেই স্পষ্ট হয়নি। তবে সম্প্রতি রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকে নৈশভোজের আমন্ত্রণপত্রের ছবি প্রকাশ পেতেই আলোচনা আরও তুঙ্গে। মূলত কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, তাতে আগামী দিনে বিতর্ক বাড়তে পারে।
আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। আর কংগ্রেসের দাবি অনুসারে, এই আমন্ত্রণপত্রেই চিরাচরিত ভাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। তাহলে কি আসন্ন বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব পেশ করবে মোদী সরকার, প্রশ্ন উঠে গিয়েছে। এই নিয়ে বিজেপিকে তুমুল আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সোশ্যাল মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন তিনি।
So the news is indeed true.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023
Rashtrapati Bhawan has sent out an invite for a G20 dinner on Sept 9th in the name of 'President of Bharat' instead of the usual 'President of India'.
Now, Article 1 in the Constitution can read: “Bharat, that was India, shall be a Union of States.”…
দেশের নাম 'ইন্ডিয়া' থেকে সব ভাষাতেই 'ভারত' করার প্রস্তাব আনা হতে পারে বলে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে। আসলে সাম্প্রতিক সময়ে বিরোধীরা যে জোট বানিয়েছে তার নাম দেওয়া হয়েছে 'ইন্ডিয়া'। আর এই জোটের নাম নিয়ে বিজেপি তাদের আক্রমণ করতে বেশি সময় নেয়নি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে মুখ খুলেছেন। এমনকি তিনি দলীয় সাংসদ, নেতাদের নির্দেশও দিয়েছেন যে, 'ইন্ডিয়া' নাম না বলতে। তাই এই আমন্ত্রণপত্র স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি করছে।