ভারত শুধু চালাক, সবাই বোকা! নমোকে পিকে’র খোঁচা!

ভারত শুধু চালাক, সবাই বোকা! নমোকে পিকে’র খোঁচা!

নয়াদিল্লি: নাম না করে এবার প্রধানমন্ত্রীর ভাষণকে বিঁধলেন প্রশান্ত কিশোর। তিনি প্রশ্ন তুললেন, করোনা মহামারীতে যখন সারা দুনিয়া ত্রস্ত, বিশ্বে মৃত্যুর মিছিল দেখা দিয়েছে, তখন সেগুলোকে এড়িয় কী করে এগিয়ে যাবে ভারত? ভাষণে মোদি আত্মনির্ভর ভারতের কথা বলেন। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তাঁর বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু সে কথা মোটেই বিশ্বাস করতে চাননি প্রশান্ত কিশোর।

তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা টুইট করে মোদির ভাষণের বিরোধিতা করেন। সদ্য জেডিইউ থেকে বহিষ্কৃত প্রশান্ত কিশোর  টুইট করে জানান, সারা বিশ্ব বোকা।  আমরা এতটাই চালাক যে মহামারী সকলের জীবন, জীবিকার সংকট তৈরী করেছে সেটিকে ব্যবহার করে ভারত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হতে পারবে। মোদির আর্থিক প্যাকেজ নিয়ে কিছুটা এই সুরেই তৃণমূল কটাক্ষ করেছেন। ডেরেক ও ব্রায়েন টুইট করেছেন, যে কোনও আর্থিক প্যাকেজ স্বাগত তবে বিস্তারিত বিবরণ কই? এই প্যাকেজে অর্থ ধার করে আসবে, টাকা ছাপিয়ে আসবে না কর ছাড় দিয়ে আসবে? নাকি পুরোনো প্রকল্পগুলি রি-প্যাকেজিং করে? অথচ পরিযায়ী শ্রমিকরা যে ক্রীতদাসে পরিনত হচ্ছে, পিএম কেয়ার ফান্ড, রাজ্যগুলির পাওনা টাকা,তা নিয়ে কোনও কথা নয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *