লাদাখ সীমান্তে উড়ছে চিনা যুদ্ধবিমান, টক্কর ভারতের! প্রস্তুত মিসাইল

লাদাখ সীমান্তে উড়ছে চিনা যুদ্ধবিমান, টক্কর ভারতের! প্রস্তুত মিসাইল

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সংঘাত আবহে এবার সামরিক প্রস্তুতি শুরু করল দু’দেশ৷ ভারতকে চোখ রাঙাতে লাদাখ সীমান্তে উড়তে শুরু করেছে চিনা যুদ্ধবিমান৷ সমানে-মনাটে টক্কর দিয়েছে ভারত৷ চিনের দিকে ঘুরিয়ে প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় মিসাইল৷ আকাশ পথে ভারতীয় সেনার নজরদারি৷

সেনা সূত্রে খবর, চিনকে নিশানা করে লাদাখ সীমান্তে বসানো হল কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল৷ ৩৬০ ডিগ্রি কভারেজ রয়েছে এই মিসাইলের৷ আকাশপথেও চলছে প্রস্তুতি৷ লাদাখের ফরওয়ার্ড বেসে সুখোই ৩০ থেকে শুরু করে মিরাজ ২০০০, জাগুয়ার থেকে অ্যাপাচে অ্যাটাক, চিনুক হেলিকপ্টার থেকে এম ৩৭৭ হাউইৎজার মোতায়েন করেছে ভারতীয় সেনা৷ চিনের দিকে ঘোরানো হয়েছে এসটিএ মিসাইল৷

সূত্রের খবর, ইতিমধ্যেই লাদাখে মিসাইল ফরওয়ার্ড বেসে তৈরি করা হয়েছে৷ কেননা, গত ৪৮ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আকাশে চিনা যুদ্ধবিমান নজরদারি শুরু করেছে৷ চিনের হোটান ও গারগুনসা এয়ারবেসে চলছে নজরদারি৷ সূত্রের খবর, পূর্ব লাদাখের ৩০ কিমির মধ্যে প্রবেশ করে চিনা ফাইটার জেট৷ পাল্টা বার্তা পাঠিয়ে ভারত৷ সীমান্তে বসানো হয়েছে অ্যান্টি এয়ারক্র্যাফ্ট মিসাইল৷ চিন সামান্য সীমানা লঙ্ঘন করলেই আভাস পেয়ে যাবে ভারতী মিসাইল৷

সোমবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মোল্ডি আউটপোস্টেদু’দেশের সেনা পর্যায়ে বৈঠক হয়৷  সেখানে ভারতের তরফে জানানো হয়েছে, ১০ হাজার অতিরিক্ত লালফৌজ ও প্যাংগং লেকের কাছে ফিঙ্গার পয়েন্টগুলি থেকে যাবতীয় কাঠামো সরাতে হবে চিনকে৷ কিন্তু, ভারতের সেই দাবি এখনও গুরুত্ব দেয়নি চিন৷ ফলে, সংঘাতের পরিস্থিতি জারি রয়েছে এখনও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + five =