দরিদ্র কমিয়ে এনেছে ভারত, স্বীকৃতি বিশ্ব ব্যাংকের

নয়াদিল্লি: ভারতের অর্থনৈতিক মন্দা নিয়ে যখন নানা মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, ঠিক তখনই খুশির খবর শোনাল বিশ্ব ব্যাংক৷ বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, চরম দারিদ্র্য সীমা দূর করার ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত৷ পরিবেশ দূষণ রোধ করার ক্ষেত্রেও অভূতপূর্ব ভূমিকা নিয়েছে নরেন্দ্র মোদির ভারত৷ বিশ্ব ব্যাংক নির্দিষ্ট তথ্য দিয়ে বলেছে, গত ১৫ বছরে ৭

LogoTransparency1

নয়াদিল্লি: ভারতের অর্থনৈতিক মন্দা নিয়ে যখন নানা মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, ঠিক তখনই খুশির খবর শোনাল বিশ্ব ব্যাংক৷ বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, চরম দারিদ্র্য সীমা দূর করার ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত৷ পরিবেশ দূষণ রোধ করার ক্ষেত্রেও অভূতপূর্ব ভূমিকা নিয়েছে নরেন্দ্র মোদির ভারত৷

বিশ্ব ব্যাংক নির্দিষ্ট তথ্য দিয়ে বলেছে, গত ১৫ বছরে ৭ শতাংশের বেশি বিকাশের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে ভারত৷ এক দশকে দারিদ্র অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে৷ বিশ্ব ব্যাংকের আশা, আর এক দশকের মধ্যে ভারত চরম দারিদ্র্য পুরোপুরি দূর করতে পারবে৷ অর্থনীতির বিকাশের ধারা অব্যাহত থাকবে৷

একইসঙ্গে বিশ্ব ব্যাংক থেকে সতর্ক করে বলা হয়েছে, আগামী দিনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে৷ ভারতের জনসংখ্যা সব থেকে বেশি৷ ভারতের সম্পদের উৎসগুলিকে যথাযথ ব্যবহারের প্রয়োজন রয়েছে৷ কারখানার উৎপাদন বাড়াতে হলে শহর অঞ্চলে আরও বেশি জমি দরকার হবে৷ গ্রাম অঞ্চলের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দিতে বলেছে বিশ্ব ব্যাংক৷

ভারতকে বিশ্ব ব্যাংক পরামর্শ দিয়েছে, জল সম্পদের দিক থেকে আরও বেশি গুরুত্ব দিতে হবে ভারতকে৷ ভারতের ২৩ কোটি মানুষ এখনও যথাযথ বিদ্যুৎ পরিষেবা পান না৷ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার পরিবর্তন আনা দরকার৷ চেষ্টা করতে হবে, যাতে বিদ্যুৎ উৎপাদনের সময় দূষণ কম হয়৷ সর্বোপরি পরিকাঠামো ক্ষেত্রে ভারত আরও বেশি বিনিয়োগ দরকার বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *