মহুয়ার নেশায় বুঁদ হতে চান? সস্তায় মদ বিক্রির সুখবর দিচ্ছে মোদি সরকার!

মহুয়ার নেশায় বুঁদ হতে চান? সস্তায় মদ বিক্রির সুখবর দিচ্ছে মোদি সরকার!

a2d882a1f90d94891217167824ad962e

নয়াদিল্লি: এবার মহুয়ায় মজবে মন!  যাঁরা মহুয়ার নেশায় বুঁদ হতে চান, তাদের জন্য সুখবর৷ এই প্রথম মহুয়ার রস দিয়ে তৈরি মাদক আসতে চলেছে বাজারে৷ ছ’টি ফলের দুর্দান্ত ফ্লেভারে বোতল বন্দি হবে ‘মহুয়া নিউট্রিবেভারেজ’৷

এপ্রিল থেকেই বাজারে মিলবে উচ্চমানের পুষ্টিগুণ সম্পন্ন ‘মহুয়া নিউট্রিবেভারেজ’৷ অন্যান্য মাদকের তুলনায় এতে অ্যালকোহলের পরিমাণ অপেক্ষাকৃত কম৷ মাত্র ৫ শতাংশ অ্যালকোহল থাকবে মহুয়ার রসে ভরা এই পানীয়তে৷ ট্রাইবল কোঅপারেটিভ মার্কেটিং ডেভলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (টিআরআইএফইডি)-র সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় দু’ বছর গবেষণা করার পর এই পানীয়টি তৈরি করেছে আইআইটি দিল্লি৷ টিআরআইএফইডি-র এমডি প্রবীর কৃষ্ণ বলেন, ‘‘আবাগারি বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছি আমরা৷ অনুমোদন মিললেই দিল্লির ট্রইবস ইন্ডিয়ার পাঁচটি শাখাতে বিকোবে এই পানীয়৷’’ তিনি আরও জানান, রাজধানীর পাশাপাশি অন্যান্য রাজ্যেও এই পানীয় বিক্রির পরিকল্পনা রয়েছে তাঁদের৷ তবে এর জন্য সংশ্লিষ্ট রাজ্যের আবগারি দফতরের অনুমতি প্রয়োজন৷

এই পানীয়টি উৎপাদন ও বিপণনের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি নির্দিষ্ট উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হবে৷ এই মর্মে ন্যাশনাল রিসার্চ ডেভলপমেন্ট কর্পোরেশনের (এনআরডিসি) সঙ্গে একটি লিখিত চুক্তি স্বাক্ষর করেছে টিআরআইএফইডি৷ গত ৬ মার্চ ‘মহুয়া নিউট্রিবেভারেজ’ উৎপাদন ও বিপণনের জন্য এনআরডিসি’র সঙ্গে মৌ স্বাক্ষর করেছে রায়গড়ের আদিবাসী বহুউদ্দেশ্য কো-অপারেটিভ (এবিসি)৷ এই পণ্য বিপননের বিষয়টি রয়েছে আদিবাসী বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *