নয়াদিল্লি: ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ফলে দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন দেশবাসী। উদ্বিগ্ন দেশবাসী মনে করছেন, লকডাউনের সময়সীমা হয়তো বাড়ানো হতে পারে। কিন্তু, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়ে দিয়েছেন, ‘লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।’ সোমবার ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়েছেন, ‘এই ধরণের রিপোর্ট দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।’
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গত সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণে, দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে লকডাউন লাগু থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।
ভারতে করোনার আক্রমণ শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে গুজব খবর।কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার থেকে সাবধান করে দিয়ে বলা হয়েছে, যে বা যাঁরা এই সব গুজব খবর ছাড়লেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই সতর্কবার্তার পরেও গুজব খবরের ধারাবাহিকতা চলছেই।প্রশ্ন উঠছে, সমাজের একাংশ মানুষের এই ধরনের প্রবণতা কবে বন্ধ হবে?
প্রসঙ্গত, ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ভারতে ইতিমধ্যে ১,১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ত্রিশ জনের মৃত্যু হয়েছে৷ বিশেষজ্ঞরা মনে করছে, করোনা ভাইরাস দেশ থেকে দূর করার জন্য শুধু ২১ দিন নয়, আর বেশি দিনের লকডাউন প্রয়োজন৷ সাধারণ মানুষ যাতে লকডাউন মানতে বাধ্য হন, সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা৷