ভয়ঙ্কর ভাবে কমবে দেশের বৃদ্ধি, GDP! কাঁপুনি ধরিয়ে রিপোর্ট মুডি’জ

ভয়ঙ্কর ভাবে কমবে দেশের বৃদ্ধি, GDP! কাঁপুনি ধরিয়ে রিপোর্ট মুডি’জ

imagesmissing

 

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির জেরে জেরবার গোটা দেশ৷ স্তব্ধ গোটা বিশ্ব৷ করোনার পরিস্থিতির জেরে দেশের অর্থনীতির পতন মোকাবিলা করতে ইতিমধ্যেই তিন মাসের জন্য ইএমআই মুকুব করার ঘোষণা করেছে আরবিআই৷ কমানো হয়েছে রোপে রেট৷ কিন্তু করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতির হাল ও দেশের জাতীয় উৎপান নিয়ে চূড়ান্ত আশঙ্কার পূর্বাভাস দিল মার্কিন সংস্থা৷

করোনার জেরে কেন্দ্র সরকারের অন্দরে কাঁপুনি ধরাল মুডিজ কর্পোরেশন নামে একটি মার্কিন সংস্থার অধীনস্থ মুডি'জ ইনভেস্টর সার্ভিস ভারতের জিডিপি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে৷ রিপোর্টে মুডি’জ সংস্থা জানিছে, করোনার জেরে ভারতীয় অর্থনীতিতে ঝিমুনি দীর্ঘস্থায়ী হবে৷ চলতি অর্থবর্ষে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে কমবে দেশের আর্থিক বিকাশ৷ তলানিতে ঠেকবে জিডিপি বৃদ্ধির হার৷

মুডি’জ কর্পোরেশন নামে ওই মার্কিন সংস্থার অধীনস্থ মুডি’জ ইনভেস্টর সার্ভিস৷ গোটা বিশ্বের সেরা ক্রেডিট রেটিং সংস্থাগুলির মধ্যে অন্যতম মুডি’জ৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে মুজি’জ তার সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে৷ সেখানে ভারতীয় অর্থনীতির গতিহীনতার সম্ভাবনার কথা জানানো হয়েছে৷ দেশের জিডিপি ২০২০ সালে ৫.৩ শতাংশ থেকে ২.৫ শতাংশ কমতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস৷ গত ফেব্রুয়ারিতে মুজি’জ তার সমীক্ষা রিপোর্টে জানিয়েছিল, মেরেকেটে ভারতের জিডিপি ৫.৪ শতাংশ থেকে ৫.৩ শতাংশের মধ্যে থাকতে পারে৷ কিন্তু, মার্চে করোনা পরিস্থিতি দেখে সেই বৃদ্ধির হার আরও ২.৫ শতাংশে কমতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস৷ দেশের জাতীয় বৃদ্ধির হার যদি ২.৫ শতাংশ পড়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে আমজনতাকেই৷ বলছে বাজার বিশেষজ্ঞদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *