Aajbikel

লাদাখের উপদ্রুত এলাকায় যুদ্ধবিমান ওড়ালেন দেশের প্রথম মহিলা রাফাল পাইলট শিবাঙ্গী, কুর্নিশ দেশবাসীর

 | 
শিবাঙ্গী

কলকাতা:  লাদাখ সীমান্তে ক্রমাগত ড্রাগনের উষ্ণ নিঃশ্বাস৷ লৌহ প্রচীরের মতো মাতৃভূমিকে আগলে রয়েছে ভারতীয় সেনাও৷ সীমান্তে ভারত-চিন দ্বৈরথের মধ্যেই লাদাখের আকাশে বিমান ওড়ালেন দেশের প্রথম এবং একমাত্র মহিলা রাফাল যুদ্ধবিমান চালক ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং৷ তাঁর কাজে উচ্ছ্বসিত দেশবাসী৷ প্রশংসা কুড়লেন সকলের। বিমান ওড়ানোর পর শিবাঙ্গী বলেন, ‘‘খুব সহজেই মিশন সম্পন্ন করেছি৷ কোনও সমস্যা হয়নি।’ 


গত মাসেই ভারতের প্রথম রাফাল চালক তথা বায়ুসেনার নির্ভরযোগ্য পাইলট লেফটেন্যান্ট শিবাঙ্গী ফ্রান্সে গিয়ে রাফাল উড়িয়েছিলেন। ভারতের জন্য তৈরি হয়েছিল এক গর্বের মুহূর্ত৷ সেদেশে ফরাসি বায়ুসেনার মহড়া ‘ওরিয়ন’-এ নেতৃত্ব দেন ভারতের ‘গোল্ডেন গার্ল’। তাঁর কথায়, ‘‘বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ পাইলটদের মাঝে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সত্যই দুরন্ত অভিজ্ঞতা।’’ 

দক্ষ হাতে মিগ-২১ বাইসন জেট ওড়ান শিবাঙ্গী। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে একই এয়ারবেস থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। দক্ষ ও সাহসী অফিসার অভিনন্দনের সঙ্গে মিগ ফাইটার জেট ওড়ানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এই প্রথম দেশের কোনও ফাইটার জেট পাইলটকে আন্তর্জাতিক মহড়ায় পাঠিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তাও কিনা মহিলা বিমানচালক। 


শিবাঙ্গী ফ্রান্স থেকে ফিরে বলেন, ‘‘বিমান চালানো হয়তো খুব আলাদা কিছু নয়, টেকনিক কম-বেশি প্রায় একই। কিন্তু যেটা শেখার বিষয়, সেটা হল ওঁরা ওঁদের দেশে কোন পরিবেশে বিমান ওড়াচ্ছে, আর  আমি এখানে কোন পরিবেশে বিমান ওড়াচ্ছি। অন্য দেশের মহিলা পাইলটদের সঙ্গেও আলাপ হল৷  অনেক কিছু শিখলাম।’’

Around The Web

Trending News

You May like