নয়াদিল্লি: যাত্রা শুরুর ১৫ দিনের মধ্যেই ফের ক্ষতিগ্রস্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার উত্তরপ্রদেশের অচলদার কাছে পাথর ছিটকে এসে ট্রেনটির ছ’টি কোচের জানলা এবং চালকের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলসূত্রে খবর, অচলদার কাছে দিল্লিগামী বন্দে ভারতের ঠিক পাশের রেললাইন দিয়ে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস যাচ্ছিল। সেইসময় রাজধানীর চাকার তলায় একটি গোরু কাটা পড়ে। এরপর সেই লাইন থেকে পাথর ছিটকে এসে বন্দে ভারতের একের পর এক কামরার জানলার কাচে আঘাত করতে থাকে। এই ঘটনার সি-৪, সি-৬, সি-৭, সি-৮, সি-১৩ কামরার সবকটি জানালা এবং সি-১২ কামরার দু’টি জানলার বাইরের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।