নয়াদিল্লি: লাদাখ সীমান্তে ভারত-চিনের মধ্যে উত্তপ্ত পরিবেশ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। জানা গিয়েছে, রাশিয়া, চিন, পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়ায় ভারত অংশগ্রহণ করবে না। খুব শীঘ্রই এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক রুশ প্রশাসনকে জানিয়ে দেবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- রবিবারের ‘মনের কথা’য় কী বলেন নমো? থাকবে আনলক বার্তা?
শনিবার সাউথ ব্লকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত অংশগ্রহণ করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সামরিক মহড়ায় চিন ও পাকিস্তান থাকবে, সেখানে কোনওভাবেই ভারতীয় সেনা অংশগ্রহণ করবে না। জানা গিয়েছে, সেপ্টেম্বরে ৪ থেকে ৬ তারিখ রাশিয়া সফরে থাকবেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সেখানে চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের পৃথকভাবে কোনও বৈঠক হবে না বলেই জানা গিয়েছে। তবে বৈঠকে ভারতের তরফে চিনের লাদাখ সীমান্তে আগ্রাসী মনোভাবের বিরোধিতা করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- দেশে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি, গোড়ায় গলদ! বলছে রিজার্ভ ব্যাঙ্ক
পূর্ব লাদাখে চিনের সঙ্গে ভারতের উত্তেজনা থামার কোনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। জুন মাসের ১৫ তারিখ গালওয়ানে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। এরপর থেকে পরিস্থিতি আরও অবনতি হতে থাকে। ভারত ও চিনের একাধিকবার আলোচনা হলেও, কোনও ফল পাওয়া যায়নি।