তাহলে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হল দেশে? নয়া দাবি কেন্দ্রের

তাহলে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হল দেশে? নয়া দাবি কেন্দ্রের

নয়াদিল্লি: সারা দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ রাজধানী দিল্লি ও মুম্বইতে যে ভাবে সংক্রমণের হার বেড়ে চলেছে তাতে অনেকেরই আশঙ্কা, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে ভারতে৷ তবে বৃহস্পতিবার আশঙ্কার মেঘ সরিয়ে সরকারের তরফে জানানো হল, কোনওভাবেই ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি৷  

এদিন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ বলেন, ‘‘এই শব্দটিকে নিয়ে তীব্র বিতর্ক রয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও পর্যন্ত এর কোনও সংজ্ঞা নির্ধারণ করেনি৷ আমাদের দেশে এই প্রাদুর্ভাব ১ শতাংশেরও নীচে৷ তবে শহরাঞ্চল ও কনটেনমেন্ট জোনে এই হার কিছুটা বেশি৷ তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে, আমাদের এখানে গোষ্ঠী সংক্রমণ হয়নি৷’’

সংক্রমণের নিরিখে প্রথম পর্যায়ে বাণিজ্যনগরী মুম্বই এগিয়ে গেলেও, পাল্লা দিচ্ছে রাজধানীও। গত দশ দিনে রোজ হাজারখানেকের বেশি রোগী বেড়েছে দিল্লিতে। এর পরেই গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা মাথাচাড়া দিতে থাকে৷ সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, বিপুল সংখ্যক রোগীর সংক্রমণের উৎস চিহ্নিত করা যাচ্ছে না৷ তবে এটি ‘গোষ্ঠী-সংক্রমণ’ কি না, তা বলবে কেন্দ্রীয় সরকার। সাধারণত সংক্রমণের উৎস বোঝা না-গেলে ধরা হয়, গোষ্ঠী-সংক্রমণ শুরু হয়েছে।  জৈন আরও বলেন, ‘‘আমরা তখনই গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলি, যখন রোগী কী ভাবে আক্রান্ত হল, তা বোঝা না যায়৷ দিল্লিতে ৫০ শতাংশ রোগীরই সংক্রমণের উৎস জানা যায়নি৷’’ এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার কথায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু কেন্দ্র তা মানতে নারাজ৷ 

জৈন বলেন, তাই গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা, তা আমাদের পক্ষে বলা অসম্ভব নয়৷ এটা বলবে কেন্দ্র৷ কারণ এটা একটি পরিভাষা৷ দিল্লিতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই করছে৷ আগামী ১০ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারে পৌঁছবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে ৫.৫ লক্ষ লোক করোনা আক্রান্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

মুম্বইতেও আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে৷ পাল্লা দিয়ে বাড়ছে কনটেনমেন্ট জোনের সংখ্যা৷ ৭৯৮টি কনটেনমেন্ট জোন রয়েছে বাণিজ্যনগরীতে৷ মুম্বইয়ের বৃহত্তম বস্তি এলাকায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয় গিয়েছে বলে মনে করছেন ধারাভি ফিভার ক্লিনিক প্র্যাকটিশনার দিলীপ শেট্টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *