চিন্তায় বাড়াচ্ছে মৃত্যুহার, অ্যাকটিভ কেস আপাতত নিয়ন্ত্রণেই দেশে

চিন্তায় বাড়াচ্ছে মৃত্যুহার, অ্যাকটিভ কেস আপাতত নিয়ন্ত্রণেই দেশে

নয়াদিল্লি: দু’বছর পর আবার স্বাভাবিক হয়েছে দেশ। উঠে গিয়েছে কোভিড বিধি। চতুর্থ ঢেউয়ের একটা আশঙ্কা থাকলেও অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। আপাতত দেশের কোভিড গ্রাফ যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মৃত্যু হার নিয়ে একটা সামান্য চিন্তা থেকেই যাচ্ছে। বিধি উঠে যাওয়াতে অনেকেই বেপরোয়া হয়ে পড়বেন বলে অনুমান। তাই বারবার সচেতন হওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-  দুই বছর পর করোনা বিধিতে ইতি, কোন কোন নিয়ম মানতে হবে আজ থেকে?

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬০। এই একই সময় মৃত্যু হয়েছে ৮৩ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২১ হাজার ২৬৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১ হাজার ৪০৪। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯২ হাজার ৩২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৩ হাজার ৪৪৫ জন। দেশের সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। একই সঙ্গে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮৪ কোটি ৫২ লক্ষ ৪৪ হাজার ৮৫৬ ডোজ।

গত দুই বছর ধরে সংক্রমণের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে কখনও কঠোর, কখনও আবার সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ তবে তা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি৷ তবে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক৷ সংক্রমণ নিম্নমুখী হতেই পুরোপুরিভাবে বিধিনিষেধে ইতি টানা হয়েছে। কেন্দ্রের ঘোষণার পর শুক্রবার থেকেই দেশের সমস্ত কোভিডবিধি সমাপ্ত হয়েছে। তবে ভিড়ে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার শর্ত ভুললে চলবে না বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয় তার দিকে নজর রাখতে বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =

একদিনে দেশে মৃত্যুর সংখ্যা বাড়ল দ্বিগুণ! ওমিক্রন আক্রান্ত প্রায় সাড়ে ৪

একদিনে দেশে মৃত্যুর সংখ্যা বাড়ল দ্বিগুণ! ওমিক্রন আক্রান্ত প্রায় সাড়ে ৪

নয়াদিল্লি: বিগত কয়েক দিনে দেশের করোনা চিত্রের পরিবর্তন ঘটে গিয়েছে ব্যাপকভাবে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন প্রায় ২ লক্ষের দোড়গোড়ায়। আজকের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। সব মিলিয়ে দৈনিক আক্রান্ত দুই লক্ষ হতেও আর বেশি বাকি নেই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ০৬৩ জন৷ আজ দৈনিক সংক্রমণ কমেছে ৬.৪ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে ২৭৭ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩। এদিকে, দেশের সংক্রমণের হার আপাতত রয়েছে ৫.১৮ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১০.৬৪ শতাংশ। তবে দেশে সুস্থতার হার আপাতত কমে হয়েছে ৯৬.৩৬ শতাংশ। অন্যদিকে তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন।

এদিকে কেন্দ্র জানাচ্ছে, দেশে সবথেকে বেশি করোনা আক্রান্ত এই মুহূর্তে রয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হয়েছে এই রাজ্যে। দৈনিক আক্রান্তে তৃতীয় দিল্লি। কারণ দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে, দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৬১ জন। তবে তাদের মধ্যে ১ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =