৩ লক্ষের নীচে অবশেষে নামল সংক্রমণ, মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে

৩ লক্ষের নীচে অবশেষে নামল সংক্রমণ, মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে

683223f83dd1a85b4ca8db9fb784cab5

নয়াদিল্লি: আবার করোনার রক্তচক্ষু দেখা দিয়েছে দেশে। দীর্ঘ প্রায় ৮ মাস পর আবার দৈনিক সংক্রমণ কার্যত আকাশছোঁয়া হয়েছে। তবে আজ স্বস্তি কারণ দীর্ঘ ৫ দিন পর অবশেষে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নেমেছে। তবে দিন প্রতি মৃত্যুর সংখ্যা আতঙ্ক বৃদ্ধি করছে। তাই স্বাভাবিকভাবেই ভয় বাড়ছে দেশবাসীর মধ্যে। এদিকে ওমিক্রন প্রজাতি নিয়েও রক্ষে নেই।

আরও পড়ুন- সিধুকে মন্ত্রী করার সুপারিশ এসেছিল পাকিস্তান থেকে! বিস্ফোরক অমরিন্দর

আজকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৩ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ২০২ এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯০ হাজার ৪৬২। এদিকে, গত ২৪ ঘণ্টায় কিছুটা কম দৈনিক সংক্রমণের হার। এখন তা ১৫.৫২ শতাংশ। অন্যদিকে এই মুহূর্তে দেশে মোট টিকাকরণ হয়েছে ১৬২ কোটি ৯২ লক্ষ ০৯ হাজার ৩০৮ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ৬২ লক্ষ ২৯ হাজার ৯৫৬ ডোজ। দৈনিক সংক্রমণে আবার মহারাষ্ট্রকে টপকে গিয়েছে কর্ণাটক। কর্নাটক রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪২৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্ত ৩০ হাজার ২১৫ জন এবং তৃতীয় স্থানে মহারাষ্ট্র, এই রাজ্যে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২৮৬ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। গত একদিনে সুস্থ হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন।

ইতিমধ্যেই জানা গিয়েছে, একাধিক রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। করোনার কারণে এই বৈঠক হবে ভার্চুয়ালি। জানা গিয়েছে, ৯ রাজ্যের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, লাদাখ, উত্তর প্রদেশ ও চণ্ডীগঢ়। তবে এই প্রথম বার এমন বৈঠক করছেন না তিনি। এর আগে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থান, গোয়ার মত রাজ্যের সঙ্গেও বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *