নয়াদিল্লি: করোনা ভাইরাস পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল দেশে। কিন্তু আবার যেন ‘ইউ টার্ন’ নিচ্ছে আস্তে আস্তে। কারণ গত দুদিনে দৈনিক আক্রান্ত বৃদ্ধি পেয়েছে, এবার দৈনিক মৃত্যুতে তৃতীয় স্থানে চলে এল ভারত। আমেরিকা, ব্রাজিলের পর ভারতে মোট মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। এদিকে, দৈনিক আক্রান্ত বেড়েছে গত ২৪ ঘণ্টায়।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। মোট মৃত্যুর সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। করোনাভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩১২ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় ২.৪৮ শতাংশ। সেই সঙ্গে অব্যাহত কম সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন।
আরও পড়ুন- মমতার ব্যাপক প্রশংসা, ধনকড়ের ইস্তফা চাইলেন ‘জৈন’ মামলা ফাঁসের কারিগর
অন্যদিকে, উল্টো পথে হাঁটছে বাংলার করোনা গ্রাফও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০১ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আজ সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে পশ্চিম মেদিনীপুর! সেখানে সংক্রামিত ১৪১ জন। দ্বিতীয় স্থানে এসে গেছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। একদিনে সংক্রমিত হয়েছে সেখানের ১৩৫ জন। পাহাড়ের সংক্রমণ কিছুটা উদ্বেগ বাড়াচ্ছে বটে। এদিকে, শহর কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ০১ হাজার ২৮৪। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬৩ হাজার ৩৭৯ জন।