নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত ইতিমধ্যেই মিলে গেছে। পরবর্তী কয়েক সপ্তাহ যে উদ্বেগজনক হতে চলেছে তা বলাই বাহুল্য। কিন্তু তার আগে আপাতত স্বস্তি দেশের করোনা ভাইরাস গ্রাফে। কারণে এদিন সংক্রমণ তুলনায় অনেকটাই কমে গিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৩০-৪০ হাজারের মধ্যেই থেকেছে গত কয়েক দিন। কিন্তু আজ তার থেকেও কম। যা স্বস্তি বাড়াল।
শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৭২ জন। আর কোভিডে মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। অন্যদিকে, একদিন সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪ জন। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন। মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জনের। দেশে মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৫৯৫ জন।
আরও পড়ুন- ঘাটতি মেটাতে বাজার থেকে ভ্যাকসিন সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা
এদিকে জানা গিয়েছে, তৃতীয় ঢেউ ইতিমধ্যেই ঢুকে পড়েছে দেশে এবং অক্টোবর মাসেই সর্বাত্মক সংক্রমণ বৃদ্ধি ঘটবে! একইসঙ্গে দাবি করা হয়েছে যে শিশুরা সবথেকে বেশি আক্রান্ত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তৈরি হওয়া জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের গঠিত একটি কমিটির রিপোর্ট বলছে, করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ে একদিকে যেমন প্রাপ্তবয়স্করা আক্রান্ত হবেন ঠিক তেমনি শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়বে প্রবলভাবে। তবে সব থেকে বেশি চিন্তা থেকে যাচ্ছে সেই সব শিশুদের নিয়ে যাদের কোমর্বিডিটি রয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, আগামী অক্টোবর মাসে করোনাভাইরাস তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাবে। এর আগে দাবি করা হয়েছিল, টিকাকরণ বৃদ্ধি পেলে করোনাভাইরাস তৃতীয় ঢেউ দেখে খানিকটা হলেও মুক্তি মিলবে কারণ দেশের অধিকাংশ জনগন যদি টিকা পেয়ে যান তাহলে সংক্রমণ ছড়ানোর ভয় কমে যায়।