Aajbikel

LAC-তে লাল ফৌজের দৌরাত্ম বরদাস্ত নয়, স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেনা পর্যায়ে বৈঠকে ভারত-চিন

 | 
লাদাখ

নয়াদিল্লি: ২০২০ সালের ১৫ জুন৷ ভারত-চিন সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গালওয়ান উপত্যকা৷ সেই সংঘর্ষের ক্ষত এখনও দগদগে। ওই দিন শহিদ হন ভারতের ২০ জওয়ান৷ প্রাণ হারান চিনের বহু সেনাও৷ রাতারাতি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় প্রকৃত নিয়ন্ত্রণরেখায়৷ ৬৮ হাজারেরও বেশি সেনা জওয়ান, প্রায় ৯০টি ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রাতারাতি আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়৷ সেই সঙ্গে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিকবার আলোচনার টেবিলে বসেছে ভারত ও চিন। সেনা প্রত্যাহারও করা হয়েছে অনেকটা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোমবার ফের মুখোমুখি হচ্ছে ভারত ও চিন৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-র পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা পর্যায়ে আলোচনা চলবে। দুই দিনব্যাপী এই বৈঠক হবে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, ভারতের পাশাপাশি চিনও দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি স্বাভাবিক করতে আগহী৷ সামরিক সংঘাতের সমাধান সূত্র খুঁজতে আগ্রহ প্রকাশ করেছে। এমনিতেই সীমান্ত নিয়ে তাইওয়ানের সঙ্গে সংঘর্ষে জর্জরিত চিন। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে নতুন করে কোনও সংঘাত চাইছে না বেজিং। পাশাপাশি যেভাবে ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব সুদৃঢ় হয়েছে, তাতে অস্বস্তিতেই রয়েছে জিনপিংয়ের দেশ। এমতাবস্থায় পূর্ব লাদাখে সীমান্ত সমস্যা মেটাতে তৎপর চিন৷ 

Around The Web

Trending News

You May like