গালওয়ানে গলছে বরফ? এবার ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক!

গালওয়ানে গলছে বরফ? এবার ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক!

নয়াদিল্লি: ইন্দো-চিন সীমান্ত সংঘাত আবহে এবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ভারত ও চিন৷ আগামিকাল ভারত ও চিনের মধ্যে হতে চলা বিদেশ মন্ত্রকের বৈঠক ঘির শুরু হয়েছে জল্পনা৷ বৈঠক সফল হলে সীমান্ত উত্তেজনার ফরফ কি কিছুটা গলবে? তুঙ্গে চর্চা৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামীকাল দুপুর দেড়টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত ও চিনের বিদেশমন্ত্রীর পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে৷ বৈঠকে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই৷ বিদেশমন্ত্রীর পর্যায়ে ভারত-চিন বৈঠক ঘিরে সীমান্ত উত্তেজনা ভবিষ্যৎ কার্যত নির্ধারণ হতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

লাদাখ সীমান্তে চিনা বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে৷ শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান৷ শহিদ জওয়ানদের রক্ত বিফলে যাবে না বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়েছেন, কোন দেশ ভারতের দিকে তাকালে কিংবা উস্কানি দিলে, ভারত ছেড়ে কথা বলবে না৷ তাদের যোগ্য জবাব দেওয়া হবে৷

প্রধানমন্ত্রীর এই বার্তার পর ভারত-চিন সংঘাতের আবহে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ ১৯৯৬ সালের প্রকৃত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অস্ত্র ব্যবহারের চুক্তি বাতিলের পথে হেঁটেছে ভারত৷ প্রয়োজনে চিন সীমান্তে ভারতীয় সেনাবাহিনী অস্ত্র হাতে তুলে নিতে পারে বলেও দেওয়া হয়েছে ছাড়পত্র৷ একইসঙ্গে কাশ্মীর থেকে সেনা পাঠানো হচ্ছে লাদাখ সীমান্তে৷ ইতিমধ্যেই লাদাখের আকাশ দখল করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ রাখা হচ্ছে কড়া নজর৷

পাল্টা চিনের তরফেও সীমান্তে শক্তি বাড়ানোর প্রচেষ্টা শুরু হয়েছে৷ আর এই পরিস্থিতির মধ্যে নতুন করে দু’দেশের মধ্যে আলোচনা, সীমান্ত সংঘাতের আবহে নতুন মাত্রা যোগাতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ বৈঠক সফল হলে সীমান্ত উত্তেজনা বেশ খানিকটা কমতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ আর এই বৈঠকেক দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =