অপেক্ষার ২০২৭! দেশ পেতে পারে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি

অপেক্ষার ২০২৭! দেশ পেতে পারে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি

নয়াদিল্লি: আর বেশিদিন নয়, পরবর্তী কয়েক বছর অপেক্ষা করলেই হয়তো ভারত পেতে পারে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি! বর্তমানে যিনি কর্ণাটক হাইকোর্টের বিচারপতি, সেই বিভি নাগারাথনা হতে পারেন ভারতের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা প্রধান বিচারপতি! সুপ্রিম কোর্টের কলেজিয়ামে ইতিমধ্যেই ৯ জন বিচারপতির নামকে নির্ধারিত করা হয়েছে, যাদের মধ্যে থেকে পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচিত হবেন। এই তালিকায় নাম রয়েছে কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগারাথনা সহ আরও দুজন। সব ঠিকঠাক থাকলে, হয়তো আগামী ২০২৭ সালে তাঁদের মধ্যে থেকেই একজন ইতিহাস গড়বেন।

আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে নাক গলাবে না তারা! স্পষ্ট করল তালিবান

জানা গিয়েছে, যে তালিকা তৈরি করেছে তার মধ্যে রয়েছেন, বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি জেকে মহেশ্বরী, বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি এমএম সুন্দ্রেস। জানা গিয়েছে, বাকি আরও যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যেই রয়েছে আরও দুজন মহিলা। তাঁরা হলেন তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি এবং গুজরাত হাইকোর্টে বিচারপতি বেলা ত্রিবেদী। দেশের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন এরাও, তার সম্ভাবনাও রয়েছে। প্রসঙ্গত, বিভি নাগারাথনা ২০০৮ সাল থেকে কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে কাজ করছিলেন, পরে ২০১০ সালে তাঁকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। বিগত কিছু সময় ধরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কোনও একজন মহিলা আসুন তা চাওয়া হচ্ছিল। প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদেও নিজের অবসরের আগে এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। র্তমান প্রধান বিচারপতি এনভি রমণও মহিলা প্রধান বিচারপতির সপক্ষে। এবার দেখা যাক তাঁর অবসরের পর আদতে এই ইস্যু বাস্তব রূপ পায় কিনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =