৫০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মিসাইল কিনছে ভারত

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগাল ভারত৷ ইসরাইলি প্রতিরক্ষা সামগ্রী নির্মানকারী সংস্থা ইজরায়েল অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রির সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি সম্পাদল করল ভারত৷ ভারতীয় নৌবাহিনীকে মিডিয়াম রেঞ্জের মিসাইল বরাদ্দ করার উদ্দ্যেশে এই চুক্তি বলে জানা গিয়েছে৷ এই চুক্তির মধ্যে মিসাইল সিস্টেম দেখাশোনা থেকে সেগুলির সঠিক পরিষেবা দেওয়ার বিষয়গুলিও আইএআইয়ের তরফে করা হবে বলে জানানো হয়েছে৷

6e680e9733b2d8aba9c5f2630b023249

৫০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মিসাইল কিনছে ভারত

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগাল ভারত৷ ইসরাইলি প্রতিরক্ষা সামগ্রী নির্মানকারী সংস্থা ইজরায়েল অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রির সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি সম্পাদল করল ভারত৷

ভারতীয় নৌবাহিনীকে মিডিয়াম রেঞ্জের মিসাইল বরাদ্দ করার উদ্দ্যেশে এই চুক্তি বলে জানা গিয়েছে৷ এই চুক্তির মধ্যে মিসাইল সিস্টেম দেখাশোনা থেকে সেগুলির সঠিক পরিষেবা দেওয়ার বিষয়গুলিও আইএআইয়ের তরফে করা হবে বলে জানানো হয়েছে৷ সংস্থার পক্ষ থেকে ভারতীয় নৌসেনার সঙ্গে এই চুক্তিকে একটি মাইলস্টোন বলে জানানো হয়েছে৷ নতুন এই মিসাইল আকাশ, স্থল বা জলের বড় ছোট যে কোন হামলার জবাব দিতে সক্ষম৷ এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৬ বিলিয়ন ডলার মূল্যের মিসাইল সিস্টেম বিক্রি করেছে এই সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *