নয়াদিল্লি: লকডাউন বিধি যখন শিথিল হচ্ছে, ঠিক তখন করোনা সংক্রমণ দিনে দিনে নতুন রেকর্ড তৈরি করছে৷ লকডাউন বিধি শিথিল করে আনলক পর্বে তৃতীয় দিনেও অব্যাহত করোনার তাণ্ডব৷ দেশের উদ্বেগ বাড়িয়ে এবার ভারতে করোনা সংক্রমনের পরিসংখ্যান ২ লক্ষ ছাপিয়ে গেল৷
আজ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৬১৫ জন৷ গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে ভারতে৷ একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৫৯ জন৷ গত এক সপ্তাহে প্রতিদিন ৮ হাজারের কাছাকাছি সংক্রমণ ধরা পড়েছে৷
গত ১৫ দিনে সংক্রমিত হয়েছেন লক্ষাধিক৷ করো নায় মৃত বেড়ে ৫৮১৫ জন৷ গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের মৃত্যু হয়েছে৷ করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৩০৩ জন৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড হারে করোনা পরীক্ষার জন্য লালরস পরীক্ষা করা হয়েছে৷ ১ লক্ষ ৩৭ হাজার ১৫৮ জন ব্যক্তির লালরস পরীক্ষা করা হয়েছে বলে খবর৷ ফলে এ পর্যন্ত সারা ভারতে এই পরীক্ষার মোট সংখ্যা দাঁড়াল ৪১৩২৩৩টি৷ দিনে দিনে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কারোনা আক্রান্তের সংখ্যা, ঠিক তখন লকডাউন বিধি শিথিল করে আনলক ওয়ান ঘোষণা কতটা যুক্তিযুক্ত, তা কার্যত এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা আক্রান্তের নয়া পরিসংখ্যান৷ আর এই পরিসংখ্যান ঘিরে এবার উদ্বেগ বাড়তে শুরু করেছে গোটা দেশে৷