নয়াদিল্লি: ফের চিনের বিরুদ্ধে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক চালাল ভারত৷ আরও এক দফায় ৪৭ নিষিদ্ধ করাল কেন্দ্র৷ আগেও ৫৯টি চিনা নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র৷ আজ নতুন করে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে আরও ৪৭ চিনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷
আরও পড়ুন- ঘুষ না পেয়ে ঠেলা গাড়ি উল্টেছিল পুরকর্মীরা, কিশোর ডিম বিক্রেতাকে বাড়ি, পড়াশোনার আশ্বাস
তথ্য সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের এই সমস্ত অ্যাপগুলির বিরুদ্ধে ছিল গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ উঠেছে এই সমস্ত অ্যাপসের বিরুদ্ধে৷ ব্যবহারকারীদের তথ্য চুরি রুখতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে৷ লাদাখে সীমান্ত সংঘাতের পরিপ্রেক্ষিতে আরও বেশ কিছু অ্যাপস নিষিদ্ধ হওয়ায় বেশ খানিকটা বিপাকে পড়েছে বেজিং প্রশাসন৷
আরও পড়ুন- গরিব বিক্রেতার কলা ‘ছিনতাই’ পুলিশের, ভাইরাল তোলাবাজির ভিডিয়ো
এর আগে টিকটক সহ একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র৷ প্লে-স্টোর থেকে সেই সমস্ত এক নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবার ভারত-চিন সীমান্ত সংঘাতের আবহে আরও একদফা ৪৭টি চিনা অ্যাপ বাতিল ঘোষণা, কেন্দ্রের বড় পদক্ষেপ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷
আরও পড়ুন- জরিমানার ভয়ে স্ত্রীর সায়া মুখে জড়ালেন ব্যক্তি, দেখে লুটোপুটি পুলিশের
তবে এই ৪৭টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে থেমে নেই কেন্দ্র৷ একইসঙ্গে ২৫০টি চিনা অ্যাপসের দিকে নজর রাখছে ভারত সরকার৷ জানা গিয়েছে পাবজি, রেসো, লুডো ওয়ার্ল্ডের মতো বেশ কিছু চিনা অ্যাপসের দিকেও নজর রাখা হচ্ছে৷ সেখানেও যদি ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত না থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মিলেছে ইঙ্গিত৷ সরকারি ভাবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার বলে এই অ্যাপ্লিকেশনগুলি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, সুরক্ষা জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷