স্বাধীনতা দিবসে মিলবে করোনা ভ্যাকসিন? পথ দেখাচ্ছে ভারতীয় ২ সংস্থা

স্বাধীনতা দিবসে মিলবে করোনা ভ্যাকসিন? পথ দেখাচ্ছে ভারতীয় ২ সংস্থা

6e896619376fc747cb580f2fbd82beb8

 

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ ধাপে ধাপে জনজীবন স্বাভাবিক হচ্ছে৷ কিন্তু কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ৷ ইতিমধ্যেই ছয় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে  সংক্রমণের হার৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আশার আলো দেখাচ্ছে ভারতের তৈরি করোনা প্রতিষেধক৷ সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ আগস্ট করোনা ভ্যাকসিন বাজারে আসতে চলেছে বলে সূত্রের খবর৷ শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি৷

দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও স্বাধীনতা দিবসে ভারতে মিলতে পারে করোনা প্রতিষেধক কো-ভ্যাকসিন৷ ৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনের দ্বিতীয় দফার পরীক্ষা৷ ভারত বায়োটেকের তৈরি করা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিএমআর৷  ট্রায়ালের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থাকে চিঠি দিয়ে আইসিএমআরের তরফে জানানো হয়েছে, দ্রুত ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে হবে৷ যাতে আগামী ১৫ আগস্টের মধ্যে বাজারে ভ্যাকসিন আনা যায়৷

এই মর্মে আগামী ৭ জুলাই থেকে সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল পুরোদমে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে৷  ইতিমধ্যেই দ্বিতীয় করোনা ভ্যাকসিনকে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া৷ জাইডাস ক্যামেলিয়া সংস্থার তৈরি ভ্যাকসিনকে প্রথম ও দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে৷ ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া চর্চা৷ ভারতের তৈরি দুটি ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই আশার আলো দেখতে শুরু করেছে গোটা দেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *