মালদ্বীপে ৫০ কোটি ডলার প্যাকেজ ঘোষণা ভারতের, চালু কার্গো পরিষেবা

মালদ্বীপে ৫০ কোটি ডলার প্যাকেজ ঘোষণা ভারতের, চালু কার্গো পরিষেবা

971c32b7ed07873aaf18aede2672bd8a

 

নয়াদিল্লি:  লক্ষ্য বৃহত্তর সংযোগ গড়ে তোলা৷ এই উদ্দেশেই মালদ্বীপের মালে’র সঙ্গে তিনটি দ্বীপকে যুক্ত করতে প্রতিবেশী দ্বীপে রাষ্ট্রে ৫০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করল ভারত৷ বৃহস্পতিবার এই প্যাকেজ ঘোষণা করা হয়৷ এছাড়াও ভারত ও মালদ্বীপের মধ্যে বিমান পরিবহন নিয়েও নির্দিষ্ট ঘোষণা করা হয়েছে৷ আগামী ১৮ অগাস্ট এয়ার বাবলের প্রথম বিমানটি উড়ান দেবে বলে আশা করা হচ্ছে৷ 

আরও পড়ুন- বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বিধি শিথিল করল সরকার

বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ এর পরেই দু’দেশের মধ্যে এয়ার বাবল চালু করার কথা ঘোষণা করা হয়৷ ভারত ও মালদ্বীপের মধ্যে চাকরি, পর্যটন বা চিকিৎসার উদ্দেশে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে৷ দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে ‘সময়োপযোগী’ সম্পর্কের অবস্থা পর্যালোচনা করা হয়েছে৷ কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও দু’দেশের মধ্যে সহোগিতার মনোভাব অক্ষুন্ন রয়েছে বলেই মন্তব্য করেন তাঁরা৷ 

আরও পড়ুন- হাওড়া-দিল্লি রুটে বেসরকারি ট্রেনের পরীক্ষামূলক দৌড়ের ছাড়পত্র রেলের

জয়শঙ্কর বলেন, এই প্রকল্প মালদ্বীপের সর্বোচ্চ বেসমারিক পরিকাঠামো হতে চলেছে৷ এই প্রকল্পের বাস্তবায়নের ফলে  মালের সঙ্গে জুড়ে যাবে মালদ্বীপের আরও তিনটি দ্বীপ ভিলিঙ্গলি, গুলহিফাহু এবং থিলাফুশি৷ গড়ে তোলা হবে ৬.৭ কিসোমিটার দীর্ঘ সেতু৷ গ্রেটার মালে কানেকটিভিটি গড়ে তুলতে শীঘ্রই ভারত ও মালদ্বীপের মধ্যে সরাসরি কার্গো ফেরি সার্ভিস চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ এই প্রকল্পে ভারত মালদ্বীপকে ৪০ কোটি ডলার ঋণ ও ১০ কোটি ডলার অনুদান দেবে৷ বিদেশমন্ত্রকের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একবার এই প্রকল্পের সম্পন্ন হওয়ার পর চারটি দ্বীপের মধ্যে সংযোগ গড়ে উঠবে৷ যার ফলে অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে৷  

আরও পড়ুন- গাড়ি আছে? রেজিস্ট্রেশনে সুখবর দিল সুপ্রিম কোর্ট

এদিকে মালদ্বীপই প্রথম প্রতিবেশী দেশ যার সঙ্গে এয়ার বাবল পরিষেবা চালু করা হচ্ছে৷ ভারত আর মালদ্বীপের মধ্যে নিয়মিত কার্গো পরিষেবা শুরু করারও ঘোষণা করা হয়েছে। এরফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও গতিশিল হবে। বিদেশ মন্ত্রী বলেন, ‘আমরা মালদ্বীপের সঙ্গে এয়ার বাবল শুরু করতে চলেছি। এরফলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আর আন্তরিকতা আরও বাড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *