পুলওয়ামার পর এই প্রথম আলোচনার টেবিলে বসল ভারত-পাকিস্তান

কর্তারপুর: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা এবং তারপর বালাকোটে বায়ুসেনার পাল্টা হামলা। এরপর থেকে চরমে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আটারি সীমান্তে কর্তারপুর করিডর খোলা নিয়ে অবশেষে আলোচনায় বসলেন দু’দেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে দু’দেশের তরফে এক বিবৃতিতে বলা হয়, কর্তারপুর নিয়ে বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। আলোচনা খুবই আন্তরিকভাবেই হয়েছে। ওই করিডর চালুর জন্য দু’দেশের মধ্যে

পুলওয়ামার পর এই প্রথম আলোচনার টেবিলে বসল ভারত-পাকিস্তান

কর্তারপুর: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা এবং তারপর বালাকোটে বায়ুসেনার পাল্টা হামলা। এরপর থেকে চরমে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আটারি সীমান্তে কর্তারপুর করিডর খোলা নিয়ে অবশেষে আলোচনায় বসলেন দু’দেশের প্রতিনিধিরা।

বৈঠক শেষে দু’দেশের তরফে এক বিবৃতিতে বলা হয়, কর্তারপুর নিয়ে বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। আলোচনা খুবই আন্তরিকভাবেই হয়েছে। ওই করিডর চালুর জন্য দু’দেশের মধ্যে যে চুক্তি হবে, তার খসড়া নিয়েও আলোচনা হয়েছে। এদিনের আলোচনায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এস সি এল দাস। আর পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া ও সার্ক বিভাগের ডিরেক্টর জেনারেল মহম্মদ ফয়জল। আগামী ২ এপ্রিল পরের বৈঠক হবে ওয়াঘায়। এদিকে পুলওয়ামা কাণ্ডের পর দু’দেশ এই প্রথম আলোচনার টেবিলে বসল। কর্তারপুর করিডর নিয়ে সরকারি স্তরে ভারত-পাকিস্তানের মধ্যে এটাই প্রথম বৈঠক। ভারত থেকে সহজে পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান গুরুদ্বার দরবার সাহিবে যাওয়ার জন্য কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল কয়েকমাস আগে। দু’দেশের মধ্যে যৌথ উদ্যোগে এই করিডর চালু হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *