শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা! কাটছে করোনা ভ্রুকুটি

শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা! কাটছে করোনা ভ্রুকুটি

06c57fcb1f9d6cce4d5bd9e44259d578

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। কিন্তু দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে ভারত থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা। আগামী ২২ অগাস্ট থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে। দিল্লি-ঢাকা এবং কলকাতা-ঢাকার মধ্যে বিমান পরিষেবা শুরু হবে সেই দিন থেকে।

আরও পড়ুন- তালিবানদের ভয় পান না! প্রাণ গেলেও মন্দির ছাড়বেন না হিন্দু পুরোহিত

করোনাভাইরাস পরিস্থিতি এখন আপাতত নিয়ন্ত্রণে থাকলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়ে গেছে। সেই কারণে এই বিমান পরিষেবা চালু নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে। যদিও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখনই পুরোপুরি স্বাভাবিক পরিষেবা চালু হবে না। পরিস্থিতির দিকে নজর দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক করা হবে বিমান পরিষেবা। আসলে কিছুদিন আগেই বাংলাদেশ অসামরিক বিমান মন্ত্রকের তরফে নয়াদিল্লির কাছে প্রস্তাব রাখা হয়েছিল দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালুর। সেই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ২২ অগাস্ট থেকে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। গত বছর করোনাভাইরাস পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বিমান পরিষেবা অনেক মাস বন্ধ ছিল। চলতি বছরে এই পরিষেবা চালু হলেও করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে আবারো তা বন্ধ হয়ে যায়। তবে এবার আরো একবার আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করতে চলেছে ভারত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *