কংগ্রেস আমলেও ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল: প্রাক্তন সেনাকর্তা

নয়াদিল্লি: মোদি জমানার আগেও ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। শনিবার এই দাবি করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা। তিনি বলেছেন, সেনাবাহিনীর প্রাক্তন অফিসার থেকে শুরু করে একাধিক ব্যক্তি আগেই বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা অতীতেও (মোদি সরকারের আমলের আগে) পাক সীমান্ত পেরিয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান (বা সার্জিক্যাল স্ট্রাইক) চালিয়েছেন।

4018e7b5ee000a6f41fb8be3a6d5ed61

কংগ্রেস আমলেও ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল: প্রাক্তন সেনাকর্তা

নয়াদিল্লি: মোদি জমানার আগেও ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। শনিবার এই দাবি করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা।

তিনি বলেছেন, সেনাবাহিনীর প্রাক্তন অফিসার থেকে শুরু করে একাধিক ব্যক্তি আগেই বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা অতীতেও (মোদি সরকারের আমলের আগে) পাক সীমান্ত পেরিয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান (বা সার্জিক্যাল স্ট্রাইক) চালিয়েছেন। যদিও সঠিক তারিখ এবং জায়গা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আমার মনে আছে এই ধরনের অভিযান হয়েছিল।’ তাই বিজেপির দাবি যে ঠিক নয়, এর থেকেই তা স্পষ্ট। এর আগে এদিনই বিজেপির মুখপাত্র জি ভি এল নরসিমা রাও দাবি করেছিলেন যে, ভারত প্রথম সার্জিকাল স্ট্রাইক করে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *