সরকার গঠন নিয়ে বড় সিদ্ধান্ত I.N.D.I.A জোটের

নয়াদিল্লি: আপাতত কেন্দ্রে সরকার গঠনের না করার সিদ্ধান্ত I.N.D.I.A জোটের। বিরোধী পক্ষ হিসেবেই নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতা চলবে বলে বুধবার জোটের বৈঠকের পর ঘোষণা করলেন…

india alliance government Abhishek Banerjee Congress challenge

নয়াদিল্লি: আপাতত কেন্দ্রে সরকার গঠনের না করার সিদ্ধান্ত I.N.D.I.A জোটের। বিরোধী পক্ষ হিসেবেই নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতা চলবে বলে বুধবার জোটের বৈঠকের পর ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি-র শাসনের ফ্যাসিবাদী শাসনের বিরোধিতা করে যাবে I.N.D.I.A জোট।

তাহলে কী বড় কোনো প্ল্যান I.N.D.I.A জোটের? নাহলে কেন খড়্গে বললেন, মানুষ বিজেপি-র সরকার চান না। সেই অনুযায়ী, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করব। উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউতের গলাতেও একই সুর। বললেন, “ফ্যাসিবাদী, সংবিধান ধ্বংসকারী শক্তির বিরুদ্ধে রায় দিয়েছেন মানুষ। মানুষ পরিবর্তন চাইছেন। সঠিক সময়ে এগোব আমরা।”

উল্লেখ্য, দিল্লিতে খড়্গের বাসভবনে I.N.D.I.A জোটের বৈঠক বসেছিল বুধবার। নিজে যেতে না পারলেও, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন খড়্গে, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, এমকে স্ট্যালিন, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, প্রিয়ঙ্কা গাঁধী, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, সঞ্জয় রাউত, রাঘব চাড্ডারা। সেখানেই আপাতত সরকার গঠনের দিকে না এগনোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *