উত্তাপ কমানোই লক্ষ্য, আলোচনা সারতে মণিপুর যাচ্ছে ‘ইন্ডিয়া’

উত্তাপ কমানোই লক্ষ্য, আলোচনা সারতে মণিপুর যাচ্ছে ‘ইন্ডিয়া’

নয়াদিল্লি: শেষ কয়েক মাসে উত্তর-পূর্বের মণিপুর নিয়ে উত্তেজনা বেড়েছে কয়েকগুণ। দুই জাতির সংঘর্ষ থেকে শুরু হওয়া উত্তাপ এখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কয়েকশো মানুষ আহত হয়েছেন, মৃত্যুও হয়েছে বহু। এছাড়া রাজ্যে ভাঙচুর, হামলা, মারধর, ধর্ষণের ঘটনারও কিছু কমতি নেই। বিরোধী শিবির থেকে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তোলা হয়েছে যে তারা কোনও পদক্ষেপ নেয়নি। মণিপুর ইস্যুতে যে বিজেপি সরকার ব্যর্থ সেই আওয়াজও তোলা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে মণিপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ইন্ডিয়া’। শনিবারই বিরোধী জোটের প্রতিনিধিরা রাজ্যে যাবেন বলে খবর। 

এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুরের অবস্থা ঠিক কী? এটাই খতিয়ে দেখতে ‘ইন্ডিয়া’র একটি প্রতিনিধিদল শনিবার মণিপুরে পৌঁছবে। দু’দিনের এই সফরে প্রায় সব পক্ষের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তাঁদের। গত মে মাসে মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ার পর এই প্রথম বিরোধী জোটের থেকে প্রতিনিধি রাজ্যে যাচ্ছে। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুরে গিয়ে একপ্রস্ত আলোচনা সেরে এসেছিলেন। তৃণমূল এবং বামেরাও আলাদা আলাদা করে প্রতিনিধি পাঠিয়েছিল রাজ্যে। তবে ‘ইন্ডিয়া’ জোট হওয়ার পর বিরোধী শিবির থেকে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে মণিপুর যাওয়ার। সূত্রের খবর, এই প্রতিনিধিদলে অন্তত ২০ জন সাংসদ থাকতে পারেন। 

এমনিতেই বাদল অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যসভা এবং লোকসভায় মণিপুর ইস্যু নিয়ে তোলপাড় চলছে। বিরোধীরা সরকারের পক্ষ থেকে মন্তব্য চাইছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও সেইভাব শুধু মণিপুর ইস্যুতে মুখ খোলেননি। তাঁর থেকে জবাব চাইছে বিরোধীরা। গতকাল বাংলার বিধানসভাও এই ইস্যুতে উত্তেজক রূপ নেয়।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + one =