পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের সাতটি রাজ্যের উপনির্বাচনে বিজেপি’কে ধাক্কা দিয়ে এগিয়ে গেল ‘ইন্ডিয়া’

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা আজ৷ উপভোটে বেশ ভালোমতোই ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ইতিমধ্যেই জিতে যাওয়া এবং…

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা আজ৷ উপভোটে বেশ ভালোমতোই ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ইতিমধ্যেই জিতে যাওয়া এবং এগিয়ে থাকার নিরিখে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে-সহ ‘ইন্ডিয়া’ জোট পেতে চলেছে ১০টি পেতে আসন। বিজেপি’র ঝুলিতে জুটতে চলেছে মাত্র দু’টি!

পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার আসনে ইতিমধ্যেই জিতেছে তৃণমূল। এছাড়াও দেশের আরও ছ’টি রাজ্যের ন’টি বিধানসভায় উপনির্বাচনের মধ্যে হিমাচলের হামিরপুরে জয়ী বিজেপি জিতছে। বিহারের রুপৌলিতে এগিয়ে এক নির্দল প্রার্থী৷ হিমাচলের দু’টি আসনে জয়ী কংগ্রেস৷ উত্তরাখণ্ডের দু’টি আসনেও এগিয়ে হাত শিবির। পঞ্জাবে একটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে৷ মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় এখনও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে এক হাজারেরও কম ভোটে এগিয়ে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *