রাজ্যের কারণে অসম্পূর্ণ বনগাঁ শাখার রেল প্রকল্প: রেলমন্ত্রী

নয়াদিল্লি: প্রকল্প বাস্তবায়নে যে জমি দরকার, রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করে দিতে পারেনি৷ সেক্ষেত্রে মছলন্দপুর-স্বরূপনগর থেকে হাবড়া-চাঁদপাড়া ১৫ কিলোমিটার ডবল লাইনে মেটেরিয়াল মডিফিকেশন প্রজেক্ট সম্পন্ন করা যায়নি৷ লোকসভার শীতকালীন অধিবেশনে পূর্বরেলের জন্য গৃহীত এই প্রকল্প নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযূষ গোয়েল৷ তবে হাবড়া-বনগাঁ ৩২কিলোমিটার বিভাগে দুটি

রাজ্যের কারণে অসম্পূর্ণ বনগাঁ শাখার রেল প্রকল্প: রেলমন্ত্রী

নয়াদিল্লি: প্রকল্প বাস্তবায়নে যে জমি দরকার, রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করে দিতে পারেনি৷ সেক্ষেত্রে মছলন্দপুর-স্বরূপনগর থেকে হাবড়া-চাঁদপাড়া ১৫ কিলোমিটার ডবল লাইনে মেটেরিয়াল মডিফিকেশন প্রজেক্ট সম্পন্ন করা যায়নি৷

লোকসভার শীতকালীন অধিবেশনে পূর্বরেলের জন্য গৃহীত এই প্রকল্প নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযূষ গোয়েল৷ তবে হাবড়া-বনগাঁ ৩২কিলোমিটার বিভাগে দুটি পর্যায়ে যথাক্রমে হাবড়া-চাঁদপাড়া ২২ কিলোমিটার এবং চাঁদপাড়া-বনগাঁ ১০কিলোমিটার ডবল লাইনের কাজ সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

রেলের কাজের জন্য জমি অধিগ্রহণ করা যাবেনা বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইন গ্রহন করেনি রাজ্য সরকার৷ সেক্ষেত্রে রেলের নিজস্ব আইন মেনে সেই জমি অধিগ্রহণের কাজ রেলমন্ত্রককেই দায়িত্ব নিয়ে করতে হবে বলেও তখন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 9 =