নয়াদিল্লি: ২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল বিবিসি। যার তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় সরকার। এই বিতর্কের মাঝেই বিবিসির অফিসে হানা দেয় আয়কর দফতর। যদিও এই অভিযানকে ‘সার্ভে’ বলে উল্লেখ করেছিল আয়কর দফতর। ৬০ ঘণ্টার সেই ‘সমীক্ষা’ শেষে বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ করেছে তারা। গত মঙ্গলবার দুপুর থেকে টানা বিবিসির দিল্লি এবং মুম্বইয়ের অফিসে সমীক্ষা চালাচ্ছিল আয়কর বিভাগ।
আরও পড়ুন- দ্রুত চিকিৎসার প্রয়োজন! অসুস্থ বাবাকে ঠেলাগাড়িতে চাপিয়েই হাসপাতালে নিয়ে গেল ছ’বছরের খুদে
আয়কর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে বিবিসি’র বিভিন্ন ইউনিট দ্বারা প্রকাশিত আয় এবং মুনাফার সঙ্গে সংবাদ সংস্থার ভারতের ব্যবসায়িক তথ্য সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ গরমিলের কিছু তথ্য তারা যে হাতে পেয়েছে সেই দাবিই করা হয়েছে। এছাড়া এও জানান হয়েছে, আয়করের তদন্ত এখনও শেষ হয়নি, ডিজিটাল ফাইল এবং নথি পরীক্ষার প্রক্রিয়া এখনও চলছে। এদিকে বিবিসি’র তরফ থেকে দাবি করা হয়েছে, তারা আয়কর দফতরের সঙ্গে যথাযথ সহযোগিতা করছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”আন্তর্জাতিক সমীক্ষা রিপোর্টে অস্বস্তিতে মোদী সরকার! India ranks 85 in Corruption Perceptions Index” width=”560″>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ভারতের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী বিবিসি’র সম্প্রচার বন্ধের আবেদন করে আদালতেও যায় কেন্দ্র। যদিও সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। সেই বিতর্কের মাঝেই বিবিসির অফিসে আয়কর দফতরের হানা দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে দেশে। বিরোধীরাও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তুলেছে।