নয়াদিল্লি: শেষ হয়েছে লোকসভা নির্বাচন৷ দ্বিতীয়বারের জন্য দেশের ক্ষমতা হাতে নিয়েছেন মোদি৷ তৈরি হয়েছে নতুন মন্ত্রীসভা৷ ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রাও নিয়ে ফেলেছে মোদির মন্ত্রিসভা৷ কিন্তু, জানেন কি, বাংলার কোন কেন্দ্রে ভোটের নামে হয়েছে ‘টাকার খেলা’?
রাজধানীর গবেষণা সংস্থা সেন্টার ফর মিডিয়া স্টাডিজ বা সিএমএস তাদের সমীক্ষা রিপোর্টে জানিয়েছে, এবারের লোকসভা ভোটে দেশের রাজনৈতিক দলগুলি খরচ করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা! গত লোকসভা ভোটের তুলনায় দ্বিগুণ৷ হিসেব বলছে, এবারের লোকসভা ভোট বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন হয়েছে৷ এত পরিমাণ টাকা আগে বিশ্ব কখনও হয়নি৷ ভারতে ৯০ কোটি ভোটারের মাথাপিছু খরচ হয়েছে ৭০০ টাকার কাছাকাছি৷
সমীক্ষায় উঠে এসেছে বাংলার নাম৷ সমীক্ষা রিপোর্টে গবেষণা সংস্থা সেন্টার ফর মিডিয়া স্টাডিজ জানিয়েছে, বাংলার তিন কেন্দ্র সব থেকে বেশি পরিমাণ ‘টাকা’ খেলা হয়েছে লোকসভা নির্বাচনে৷ তিন কেন্দ্রের তালিকায় রয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির নির্বাচনী কেন্দ্র৷ সমীক্ষা রিপোর্ট বলছে, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার/যাদবপুর, কলকাতা দক্ষিণ ও মাথুরাপুর কেন্দ্র সব থেকে ব্যয়বহুল নির্বাচনী কেন্দ্র৷ রিপোর্ট বলছে, ৩৬টি এমন লোকসভা কেন্দ্র রয়েছে, যেখানে নির্বাচনী খরচ বাবদ প্রার্থীরা ৪০ কোটি টাকার বেশি ব্যয় করেছেন৷ কোথাও কোথাও সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭৫-৮৫ কোটি টাকায়৷ যদিও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল, প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী পিছু ৭০ লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না৷
অন্যদিকে, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চেয়ে কত টাকা খরচ করেছে বিজেপি? সেন্টার ফর মিডিয়া স্টাডিজের রিপোর্ট বলছে, এবারের ভোটের মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪৫ শতাংশই খরচ করেছে বিজেপি৷ ১০ বছর আগে বিজেপির খরচের পরিমাণ ছিল দেশে মোট ভোটের খরচের ২০ শতাংশ৷ এবার তা দাঁড়িয়েছে ৪৫ শতাংশে৷ অর্থাৎ দ্বিগুণ৷ এবার প্রায় ২৪ হাজার কোটি টাকা একাই খরচ করেছে বিজেপি৷
অন্যদিকে, অর্ধেকে নেমে গিয়েছে কংগ্রেস৷ ১৯৯৮ সালের ভোটে মোট খরচের ৪০ শতাংশ ছিল কংগ্রেসের দখলে৷ ২০১৯ ভোটে সেটা কমে দাঁড়িয়েছে ২০শতাংশের কম৷ একই সঙ্গে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বেনামী চাঁদা নেওয়ার তথ্যও উঠে এসেছে এই সিএমএস৷ যেমন, তেলুগু দেশম পার্টি একাই ১০ হাজার কোটি টাকা খরচ করেছে৷ ওয়াইএসআর কংগ্রেস ১০০০ কোটি টাকা টাকা খরচ করেছে৷ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৫০০ কোটি টাকা বিজেপির থেকে পেয়েছে বলেও খবর৷ এবার বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা৷