তামিলনাড়ু : চপ্পল ছোঁড়া হল কমল হাসানকে লক্ষ্য করে। বুধবার মাদুরাইয়ে তিরুপ্পারানকুনদ্রামে প্রচারের সময়ের ঘটনা। গান্ধি হত্যাকারী নাথুরাম গডসেকে স্বাধীনতার পর দেশের সবথেকে বড় হিন্দু সন্ত্রাসবাদী বলার তিনদিনের মাথায় এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় অভিযুক্ত ১১ জন বিজেপি ও হনুমান সেনার কর্মী। নাথুরামকে নিয়ে বক্তব্যের নিন্দা করেছে বিজেপি। তামিলনাড়ু মন্ত্রী কে টি রাজেন্দ্র ভালাজি তামিল অভিনেতার জিভ কেটে নেওয়ার হুমকি দেন। মঞ্চে কমল হাসানের দিকে চপ্পল ছোঁড়া হলেও তা গিয়ে পড়ে ভিড়ের মধ্যেই। বিধানসভার উপনির্বাচনে চারটি আসনে প্রার্থী দিয়েছে কমল হাসানের মাক্কাল নিধি মাইয়াম।