ছাদনাতলায় বেসামাল বর, পত্রপাঠ বিয়ে ভেস্তে দিলেন কনে

বিহার: ছাদনাতলায় বসে টলছে বর! নেই হুঁশ৷ বেহদ্দ মাতাল বর৷ এমন অবস্থাতেই সটান বিয়ে বাতিল করে দিলেন নববধূ। বিহারের দুমরির ওই নববধূ রিঙ্কি কুমারীর বিয়ে ছিল শনিবার। মণ্ডপে মাতাল বরকে টলতে দেখেই বছর কুড়ির পাত্রী বলেন এই বিয়ে কোনওমতেই করবেন না তিনি৷ পাত্রীর বাবা ত্রিভুবন শাহ বলেন, “বর এতই মাতাল ছিল যে সে আশেপাশের সম্পর্কে একদম

66608de1c440af7b80d4934ebec9e171

ছাদনাতলায় বেসামাল বর, পত্রপাঠ বিয়ে ভেস্তে দিলেন কনে

বিহার: ছাদনাতলায় বসে টলছে বর! নেই হুঁশ৷ বেহদ্দ মাতাল বর৷ এমন অবস্থাতেই সটান বিয়ে বাতিল করে দিলেন নববধূ। বিহারের দুমরির ওই নববধূ রিঙ্কি কুমারীর বিয়ে ছিল শনিবার। মণ্ডপে মাতাল বরকে টলতে দেখেই বছর কুড়ির পাত্রী বলেন এই বিয়ে কোনওমতেই করবেন না তিনি৷

পাত্রীর বাবা ত্রিভুবন শাহ বলেন, “বর এতই মাতাল ছিল যে সে আশেপাশের সম্পর্কে একদম অজ্ঞাত ছিল। বর বিয়ের মঞ্চেই খারাপ আচরণ করছিল, তাই আমার মেয়ে ওকে বিয়ে করতে অস্বীকার করে।” আত্মীয়স্বজনের অভিযোগ, দুমরি চাপিয়া গ্রামে অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে ঠিকমতো দাঁড়িয়েও কোনও আচার আচরণ পালনই করতে পারছিলেন না পাত্র বাবলু কুমার। পাত্রকে রীতিমতো টলতে দেখে নববধূ সেখানেই সিদ্ধান্ত নেন, বিয়ে করবেন না এই লোকটিকে। দুই পরিবারই রিঙ্কি কুমারীকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করলেও রাজি হননি তিনি।

গ্রামবাসীরা অবশ্য পত্রপাঠ পাত্রপক্ষকে বিদায় দেয়নি। রিঙ্কির বাবা-মায়ের কাছ থেকে যৌতুক হিসাবে যত টাকা নিয়েছিল পাত্রের পরিবার সবটুকু ফেরত নেওয়া হয়েছে কড়ায় গণ্ডায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *