মোদির শেষ অধিবেশে পাশ নাগরিকত্ব সংশোধনী বিল, বাড়ছে ক্ষোভ

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে শেষ অধিবেশনে মঙ্গলবার রাজ্যসভায় পেশ হচ্ছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। গোটা উত্তরপূর্ব জুড়ে প্রবল বিক্ষোভের মধ্যেই বিলের পাশ করিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যে এই বিল নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে প্রয়াত ভূপেন হাজারিকার পরিবার। তাঁর পুত্র তেজ হাজারিকা জানিয়েছেন, ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সস্তা একটা চাল। একটা জনবিরোধী বিলের জন্য

4fe124ddd34a350d5054768cf09c777b

মোদির শেষ অধিবেশে পাশ নাগরিকত্ব সংশোধনী বিল, বাড়ছে ক্ষোভ

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে শেষ অধিবেশনে মঙ্গলবার রাজ্যসভায় পেশ হচ্ছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। গোটা উত্তরপূর্ব জুড়ে প্রবল বিক্ষোভের মধ্যেই বিলের পাশ করিয়েছে কেন্দ্র৷

ইতিমধ্যে এই বিল নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে প্রয়াত ভূপেন হাজারিকার পরিবার। তাঁর পুত্র তেজ হাজারিকা জানিয়েছেন, ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সস্তা একটা চাল। একটা জনবিরোধী বিলের জন্য সহানুভূতি আদায় করতে ব্যবহার করা হয়েছে তাঁর বাবাকে।

গোটা উত্তরপূর্বাঞ্চলেই এই বিল নিয়ে বিক্ষোভ এখন চরমে। অসম সহ ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুরে, অরুণাচলে বিলের বিরোধিতায় তৈরি হয়েছে নানা জোট। অসমে বিজেপির সঙ্গত্যাগ করেছে অগপ। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এই বিলের বিরোধিতার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জানিয়ে দিয়েছেন। অসমে সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করে বলেছেন, এই বিলে জনগণের স্বার্থ ক্ষুন্ন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *