CBI-এর গৃহযুদ্ধ মামলার রায় আজ সুপ্রিম কোর্টে, ভাগ্য ঝুলছে অলোক ভার্মার

কলকাতা: সুপ্রিম কোর্টে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার করা মামলার বহু প্রতীক্ষিত রায় আজ, মঙ্গলবার। সিবিআইয়ের ডিরেক্টর অলোক ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলে, দু’জনকেই ক্ষমতা থেকে সরিয়ে দেয় কেন্দ্র। অলোক ভার্মার ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে ছুটিতে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অলোক ভার্মা।

CBI-এর গৃহযুদ্ধ মামলার রায় আজ সুপ্রিম কোর্টে, ভাগ্য ঝুলছে অলোক ভার্মার

কলকাতা: সুপ্রিম কোর্টে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার করা মামলার বহু প্রতীক্ষিত রায় আজ, মঙ্গলবার। সিবিআইয়ের ডিরেক্টর অলোক ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলে, দু’জনকেই ক্ষমতা থেকে সরিয়ে দেয় কেন্দ্র। অলোক ভার্মার ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে ছুটিতে পাঠানো হয়।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অলোক ভার্মা। কেন্দ্রীয় সরকার, সিভিসি এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত শোনার পরে ৬ ডিসেম্বর এই মামলার রায় দান স্থগিত রাখে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এই মামলার একটি পক্ষ ছিল ‘কমন কজ’ নামে একটি এনজিও। রাকেশ আস্থানা সহ সব সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের দাবি জানানো হয়। তাদের মতামতও শোনে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =