ভোটের মুখে ফের ১৫ লাখি গুজবে উত্তাল রাজ্য

বিহার: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুললেই মিলবে মোদির সেই ১৫ লাখ টাকা। গুজবে উত্তাল বিহারের মোতিহারি জেলা। ঘটনার সুত্র হয় শুক্রবার সকালে। দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেন সেখানকার একমাত্র ‘পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে’। পোস্ট অফিসে নতুন অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়ে যায়। অতিরিক্ত কাউন্টার খুলে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করেন পোস্টমাস্টার ডি

ভোটের মুখে ফের ১৫ লাখি গুজবে উত্তাল রাজ্য

বিহার: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুললেই মিলবে মোদির সেই ১৫ লাখ টাকা। গুজবে উত্তাল বিহারের মোতিহারি জেলা। ঘটনার সুত্র হয় শুক্রবার সকালে। দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেন সেখানকার একমাত্র ‘পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে’।

পোস্ট অফিসে নতুন অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়ে যায়। অতিরিক্ত কাউন্টার খুলে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করেন পোস্টমাস্টার ডি পি চৌধুরী। পরে বাধ্য হয়ে পুলিশ ডাকা হয়। জানা গেছে, একদিনেই জিরো ব্যালেন্সের ১৬৫টি নতুন অ্যাকাউন্ট খোলা হয়। পোস্ট অফিসে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রামের কয়েকজনের কাছ থেকে এই খবর জানতে পারেন তারা। যেহেতু কাছাকাছ আর কোনও পোস্ট অফিস ছিল না, তাই সবাই এসে উপিস্থিত হয়েছেন জেলা শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =