মুখে ধর্মের বুলি, আড়ালে গ্রাহকের টাকা হাতাল জোম্যাটো! সর্বস্বান্ত মহিলা

ব্যাঙ্গালোর: আর ধর্মের নামে বুলি দেওয়ার পর এবার টাকা হাতাল জ্যোম্যাটো! খাবার অর্ডার দিয়ে সর্বস্বান্ত মহিলা৷ ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১৭ হাজার ২৮৬ টাকা৷ ব্যাঙ্গালোরের এক মহিলা গত সপ্তাহে জ্যোম্যাটোয় খাবার অর্ডার করেন৷ এরপর অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেন তিনি৷ খাবারের টাকাও ফেরত চান৷ অ্যাকাউন্টে খাবারের টাকা ফেরত চলে এলেও তারপর শুরু বিপত্তি৷ মেসেজ পান,

মুখে ধর্মের বুলি, আড়ালে গ্রাহকের টাকা হাতাল জোম্যাটো! সর্বস্বান্ত মহিলা

ব্যাঙ্গালোর: আর ধর্মের নামে বুলি দেওয়ার পর এবার টাকা হাতাল জ্যোম্যাটো! খাবার অর্ডার দিয়ে সর্বস্বান্ত মহিলা৷ ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১৭ হাজার ২৮৬ টাকা৷

ব্যাঙ্গালোরের এক মহিলা গত সপ্তাহে জ্যোম্যাটোয় খাবার অর্ডার করেন৷ এরপর অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেন তিনি৷ খাবারের টাকাও ফেরত চান৷ অ্যাকাউন্টে খাবারের টাকা ফেরত চলে এলেও তারপর শুরু বিপত্তি৷ মেসেজ পান, তাঁর ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ১৭ হাজার ২৮৬ টাকা৷

জানা গিয়েছে, সুকৌশলে ব্যঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য হাতিয়ে  ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করছে ওই সংস্থা৷ গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ ঘটনায় এখনও পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =