কানে ফোন রাঁধুনির, মিডডে মিলের কড়াইয়ে পড়ে মৃত্যু শিশুর

কানে ফোন রাঁধুনির, মিডডে মিলের কড়াইয়ে পড়ে মৃত্যু শিশুর

লখনউ:  তিন বছরের শিশু। আধো আধো কথা বলতে শিখেছে। পরিবারের চোখের আড়ালে স্থানীয় প্রাথমিক স্কুলে চলে যায়।  কিন্তু স্কুলে গিয়েই বিপত্তি হল। রাঁধুনির অন্য মনস্কতায়  ফুটন্ত মিড ডে মিলের কড়াইয়ে পড়ে গেল তিন বছরের শিশু। ঘটনার সঙ্গে সঙ্গে ওই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশর মির্জাপুরে। ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মৃতা শিশুটি ওই স্কুলের পড়ুয়া নয়। সে ওই গ্রামেরই বাসিন্দা। স্কুলে যখন মিডডে মিলের রান্না হচ্ছিল, সেই সময় রান্না ঘরের মধ্যে চলে আসে ওই একরত্তি। কিন্তু মিডডে মিলের রাঁধুনি সেই সময় ইয়ারফোন দিয়ে গান শুনছিল।  সেইকারনে একরত্তি গরম রান্নার কড়াইতে পড়ে যাওয়া দেখতেই পায়নি ওই রাঁধুনি। সে গরম কড়াইতে পড়ে চিৎকার করলে রাঁধুনির হুঁশ ফেরে।
এই ঘটনায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনার খবর চাউর হতেই স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে মির্জাপুর জেলাপ্রশাসন। শুধু তাই নয় এই বিষয়ে ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। শিশুটির পরিবারের তরফে জানানো হয়েছে, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। শিশুকে আর ফিরে পাওয়া যাবে না। ঘটনাটা প্রকাশ পাওয়ার পরেই ওই গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, শুধু প্রধান শিক্ষিকা নয়, রাঁধুনির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। একটি সজাগ থেকে তিন বছরের শিশুটির প্রাণ এভাবে যেতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =