কেন্দ্রীয় বাজাটে পাখির চোখ বাংলা, বড় চমকের ইঙ্গিত মোদির

নয়াদিল্লি: বাংলা জয়েক লক্ষ্যে ইতিমধ্যেই ময়দান কাঁপাতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি৷ ২০২১-কে পখির চোখ করে এবারের কেন্দ্রীয় বাজাটে বাংলার জন্য বড় চমক দিতে চলছে মোদির অর্থদপ্তর৷ বাংলার উন্নয়নে বিশেষ জোর দিয়ে বাজেট তৈরিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে বাংলার সাংসদদের প্রস্তাব পাঠানোর বার্তা দিয়েছেন নমো৷ সূত্রের খবর, বাজেট প্রস্তুতি

af96c2e0182d2c66454b1db2708f19c0

কেন্দ্রীয় বাজাটে পাখির চোখ বাংলা, বড় চমকের ইঙ্গিত মোদির

নয়াদিল্লি: বাংলা জয়েক লক্ষ্যে ইতিমধ্যেই ময়দান কাঁপাতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি৷ ২০২১-কে পখির চোখ করে এবারের কেন্দ্রীয় বাজাটে বাংলার জন্য বড় চমক দিতে চলছে মোদির অর্থদপ্তর৷ বাংলার উন্নয়নে বিশেষ জোর দিয়ে বাজেট তৈরিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে বাংলার সাংসদদের প্রস্তাব পাঠানোর বার্তা দিয়েছেন নমো৷

সূত্রের খবর, বাজেট প্রস্তুতি পর্বের আগে বাংলার বিজেপি সংসদদের ডেকে জরুরি বৈঠক করেন অর্থমন্ত্রী সীতারামন৷ সেখানে বাংলার কোন কোন প্রকল্পে কী কী করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ একই সঙ্গে বাংলার সাংসরা অর্থমন্ত্রী কাছে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন বলে খবর৷ কেন্দ্রীয় বাজেট পেশের আগে এভাবে বাংলার সমস্ত দলীয় সাংসদের সঙ্গে নির্মলা সীতারামনের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

সূত্রের খবর, ওই বৈঠকে জঙ্গলমহলে এইমস তৈরির প্রসঙ্গ তোলা হয়৷ জঙ্গলমহলে পানীয় জলের তীব্র সমস্যার কথাও উঠে আসে৷ উত্তরবঙ্গে নদী ভাঙন ও বন্যা নিয়েও আলোচনা হয়৷ উঠে আসে রাজ্যের আইনশৃঙ্খলার প্রসঙ্গ৷ বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামলালের উপস্থিতিতে ওই বৈঠকে বাংলার সাংসদের নির্মলা সীতারামন স্পষ্ট নির্দেশ দেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য দলের সংসদ সদস্যদের আরও বেশি করে জনসংযোগে জোর দিতে হবে৷ এছাড়াও দল গোছাতে নির্বাচিত ১৮ জন সাংসদকে জরুরি নির্দেশও দেওয়া হয় বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *