১৫ বছরে এই প্রথম সংসদের ভিতরে নয়া কাণ্ড ঘটালেন রাহুল

নয়াদিল্লি: তিনি তিন বারের সাংসদ৷ দলের সভাপতিও তিনি৷ লোকসভা নির্বাচনের আগে মোদির চিন্তা তিনি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন৷ সংসদের বাইরে, কিংবা ভিরতে, চৌকিদারকে ‘চোর’ প্রতিপন্ন করতে সর্ব শক্তিও লাগিয়েছেন৷ রয়েছেন, প্রধানমন্ত্রীর পদের দৌড়ে৷ রয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷ কিন্তু, তাঁকে ঘিরে এত সব আয়োজন চললেও বরাবর তিনিই ছিলেন ব্যাকবেঞ্চার৷ তিন বারের সংসদ হয়েও বেছে নিয়েছিলেন দ্বিতীয় কিংবা তৃতীয়

১৫ বছরে এই প্রথম সংসদের ভিতরে নয়া কাণ্ড ঘটালেন রাহুল

নয়াদিল্লি: তিনি তিন বারের সাংসদ৷ দলের সভাপতিও তিনি৷ লোকসভা নির্বাচনের আগে মোদির চিন্তা তিনি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন৷ সংসদের বাইরে, কিংবা ভিরতে, চৌকিদারকে ‘চোর’ প্রতিপন্ন করতে সর্ব শক্তিও লাগিয়েছেন৷ রয়েছেন, প্রধানমন্ত্রীর পদের দৌড়ে৷ রয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷ কিন্তু, তাঁকে ঘিরে এত সব আয়োজন চললেও বরাবর তিনিই ছিলেন ব্যাকবেঞ্চার৷ তিন বারের সংসদ হয়েও বেছে নিয়েছিলেন দ্বিতীয় কিংবা তৃতীয় বেঞ্চের কোনার আসন৷ কিন্তু, সেই ব্যাকবেঞ্চার রাহুল গান্ধীকে দেখা গেল নয়া ভঙ্গিতে৷

১৫ বছরে এই প্রথম সংসদের ভিতরে নয়া কাণ্ড ঘটালেন রাহুলদ্বিতীয় বেঞ্চের পছন্দের আসন ছে়ড়ে এবার সরাসরি চলে এলেন প্রথমসারিতে৷ লোকসভা নির্বাচনে কংগ্রেসের মুখ রাহুল এই প্রথম সংসদে প্রথম সারিতে বসলেন৷ এতদিন দ্বিতীয় অথবা তৃতীয় সারিতেই বাঁ কোণে বসতেন তিনি৷ এদিন সংসদের সেন্ট্রাল হলের প্রথম সারিতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পাশে বসে বাজেট আধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ শুনলেন৷ রাহুলের পাশে মনমোহন সিং ছাড়াও ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে৷  বরং প্রথম সারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর পাশাপাশি দেখা যেত সনিয়া গান্ধীকে৷ কিন্তু, এই প্রথম দলীয় সভাপতিকে প্রথম সারিতে দেখে উচ্ছ্বসিত কংগ্রেস সাংসদরা৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী৷ এমন সময়ে সংসদের ভিতরে রাহুলের আসন-পরিবর্তন বাড়তি উৎসাহ দেবে কংগ্রেস সাংসদদের৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =