জয়পুর: সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে কংগ্রেস বিরোধিতা করলেও, বর্তমানে তাদের শাসনে চলা রাজস্থান সরকারও বড় অঙ্কের আবাসন প্রকল্পের মঞ্জুরি দিয়েছে৷ তাও আবার বিধায়কদের বিলাসব্যসনের জন্য৷ এনিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে৷
রাজস্থান আবাসন বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, রাজস্থান আবাসন বোর্ডের অধীনে বিধায়কদের জন্য ১৬০টি বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের প্রকল্প শুরু করা হয়েছে। বিধায়কদের যাতায়াতের সুবিধার্থে জ্যোতি নগরে রাজস্থান বিধানসভার সামনেই এই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এই বছরের ২০ মে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে৷ এই নির্মাণ প্রকল্পের জন্য মোট ২৬৬ কোটি টাকা বরাদ্দ করেছে আবাসন দফতর। প্রতিটি ফ্ল্যাটের মাপ হবে ৩,২০০ বর্গফুটের বেশি। এখানে থাকবে চারটি বেডরুম এবং পার্কিংয়ের জন্য আলাদা জায়গাও থাকবে। এমনকি প্রকল্পটি ৩০ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, রাজস্থান আবাসন বোর্ড নির্ধারিত সময়ের আগেই এই প্রকল্পের কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, জয়পুর উন্নয়ন পর্ষদ ১৭৬টি ফ্ল্যাটের প্রস্তাব দিলেও, রাজস্থান আবাসন বোর্ড ১৬০টি ফ্ল্যাট নির্মাণের অনুমোদন দিয়েছে৷
এই প্রকল্প নিয়ে রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ সিং দোতসরাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘এটি নির্মাণের কাজ আইন অনুযায়ী করা হচ্ছে৷’ তবে অন্যান্য কংগ্রেস শাসিত রাজ্যও এই প্রকল্পের সমালোচনা করেছে৷ উল্লেখ্য, করোনা চলাকালীন কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য শুরু থেকে কংগ্রেস সমালোচনা করে আসছে৷ লোকসভার বিরোধী পার্টি কংগ্রেস প্রথম থেকেই এই প্রকল্পের সমালোচনায় মুখর হয়েছে৷ গত মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে ‘ক্রিমিনাল ওয়েস্টেজ’ বলে অ্যাখ্যা দিয়েছেন৷ এমনকি এর বিরোধিতা করে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। কংগ্রেস সাংসদ শশী থারুরও সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টকে ‘ক্রিমিনাল ওয়েস্টেজ’ আখ্যা দিয়ে গোটা প্রকল্প বন্ধ করার দাবি জানিয়েছেন।